বর্ষবরণের রাতে দুবাইয়ে পাঁচতারা হোটেলে আগুন, মৃত এক

Updated By: Jan 1, 2016, 11:45 AM IST
বর্ষবরণের রাতে দুবাইয়ে পাঁচতারা হোটেলে আগুন, মৃত এক

ব্যুরো:বর্ষবরণের অনুষ্ঠানের ঠিক আগেই দুবাইয়ের পাঁচতারা হোটেলে আগুন।  বিশ্বের সবচেয়ে বড় বহুতল বুর্জ খালিফার কাছেই দ্য অ্যাড্রেস নামে তেষট্টি তলা হোটেলটির কুড়ি তলায় আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে অন্যত্র। অগ্নিদগ্ধ বাড়ি থেকে পালাতে গিয়ে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে একজনের।

দুবাইয়ে বর্ষবরণের প্রস্তুতি সম্পন্ন। বিশ্বের সবথেকে বড় বহুতল বুর্জ খলিফার সামনে আতসবাজির রোশনাই দেখার জন্য মুখিয়ে ছিলেন বহু মানুষ। হঠাতই ছন্দপতন। বুর্জ খলিফার পাশে পাঁচতারা হোটেল দ্য অ্যাড্রেসের কুড়ি তলায় আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই তেষট্টি তলা হোটেলটির বেশিরভাগ অংশই চলে যায় আগুনের গ্রাসে। দাউ দাউ করে জ্বলতে থাকে হোটেলটি। তিনশো মিটার উঁচু বাড়িটি থেকে পুড়ে যাওয়া অংশ পড়তে দেখা যায়। আতঙ্কে হোটেল ছেড়ে বেরোতে গিয়ে বেশকয়েকজন পদপিষ্ট হন। দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল। ঘটনাস্থলে পৌছয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। হোটেলের সামনে থাকা উতসূক জনতাকে সরিয়ে দিয়ে গোটা এলাকা খালি করে দেওয়া হয়। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে অগ্নিকাণ্ডের জেরে বর্ষবরণের উত্সব বাতিল হয়নি দুবাইয়ে।

.