মহাকাশে ঘুরতে ঘুরতে নিজের বড় ভাইকে খুঁজে পেল পৃথিবী
কেওআই-৩১৪সি। দেখলেই মন হবে যেন পৃথিবীর বড় ভাই। পৃথিবীর থেকে ২০০ আলোকবর্ষ দূরে পৃথিবীর মতোই হাইড্রোজেন ও হিলিয়ামের চাদরে ঢাকা এই গ্রহকে খুঁজে পেলেন বিজ্ঞানীরা।
কেওআই-৩১৪সি। দেখলেই মন হবে যেন পৃথিবীর বড় ভাই। পৃথিবীর থেকে ২০০ আলোকবর্ষ দূরে পৃথিবীর মতোই হাইড্রোজেন ও হিলিয়ামের চাদরে ঢাকা এই গ্রহকে খুঁজে পেলেন বিজ্ঞানীরা।
সৌরজগতের একটা ছোট্ট মৃদু লাল নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হয় কেওআই-৩১৪সি। পৃথিবীর মতোই ওজন হলেও বায়ুমন্ডলে অধিক মাত্রায় গ্যাসের উপস্থিতির জন্য পৃথিবীর থেকে আকারে প্রায় ৬০ শতাংশ বড় এই গ্রহ। তাপমাত্রা ১০৪ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি।
মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যস্ট্রোফিজিক্সের বিজ্ঞানী ড. ডেভিড কিপিং জানান, পৃথিবীর মতোই ভর বিশিষ্ট হলেও পৃথিবীর মতো পাথর, জল আর বায়ুমন্ডলের ভাগ আলাদাভাবে নেই এই গ্রহে।