মার্কিন যুক্তরাষ্ট্রে ফের ইবোলার থাবা
ওয়েব ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ইবোলার আক্রান্তের খবর মিলল। রবিবার এক স্বাস্থ্যকর্মীর দেহে ইবোলার লক্ষণ ধরা পড়েছে। ওই স্বাস্থ্যকর্মীকে আলাদা ওয়ার্ডে সরানো হয়েছে। নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থাও। আক্রান্তের নাম এখনও প্রকাশ করা হয়নি। টেক্সাসের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত বৃহস্পতিবার ইবোলায় মৃত্যু হয় থমাস এরিক ডানকানের। তারই চিকিত্সা করছিলেন ওই স্বাস্থ্যকর্মী।
সেখান থেকেই সংক্রমণ বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় ইবোলা সংক্রমণের কথা জানতে পেরেই নিজের উদ্বেগ চেপে রাখেননি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আবারও যাতে আক্রান্তকে চিকিত্সার সময় সংক্রমণ না ছড়ায়, সে জন্য যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত বিমান বন্দরে বিশেষ সর্তকতা জারি করা হয়েছে।