মিশরে ১৮৩ জন মুসলিম ব্রাদারহুড সমর্থকের মৃত্যুদণ্ডই বহাল থাকছে
মিশরে ১৮৩ জন মুসলিম ব্রাদারহুড সমর্থকের মৃত্যুদণ্ড বহাল রাখল সে দেশের আদালত। ২০১৩ সালে, ১৩ জনকে খুনের দায়ে এই চরম শাস্তির মুখে তাঁরা। এই ঘটনায় মোট ১৮৮ জনকে অভিযুক্ত করা হয়। গত বছর ডিসেম্বরে তাঁদের ফাঁসির আদেশও দেওয়া হয়েছিল।
ওয়েব ডেস্ক: মিশরে ১৮৩ জন মুসলিম ব্রাদারহুড সমর্থকের মৃত্যুদণ্ড বহাল রাখল সে দেশের আদালত। ২০১৩ সালে, ১৩ জনকে খুনের দায়ে এই চরম শাস্তির মুখে তাঁরা। এই ঘটনায় মোট ১৮৮ জনকে অভিযুক্ত করা হয়। গত বছর ডিসেম্বরে তাঁদের ফাঁসির আদেশও দেওয়া হয়েছিল।
তবে ফের শুনানির পর এবার দু জনকে মুক্তি দেওয়া হয়েছে। ইতিমধ্যে মৃত্যু হয়েছে এমন দু জনের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নেওয়া হয়েছে। এবং অভিযুক্ত এক নাবালককে দশ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বাকি ১৮৩ জনের ফাঁসির আদেশ বহাল রেখেছে আদালত।
প্রসঙ্গত, ২০১৩ সালে প্রেসিডেন্ট মহম্মদ মুর্সি গদিচ্যুত হওয়ার পর বিক্ষোভের আগুনে জ্বলছিল মিশর। ওই বছরই অগাস্টে কেরদাসা পুলিস স্টেশনে হামলায় দোষী সাব্যস্ত হয়েছেন অভিযুক্তেরা। ওই ঘটনায় ১১ জন পুলিস কর্মী ও দুই সাধারণ নাগরিক সহ ১৩ জনের মৃত্যু হয়।