নিজস্ব প্রতিবেদন: কোভিডের কারণে রেকর্ড-সময় বন্ধ ছিল বিশ্বের অন্যতম দর্শনীয় স্থান প্যারিসের আইফেল টাওয়ার। অবশেষে তা খুলল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফ্রান্স যে সময়টায় মৃত্যুময় করোনার (COVID pandemic) সঙ্গে মরণপণ লড়ছিল তখনই বন্ধ করে দেওয়া হয়েছিল আইফেল টাওয়ার (Eiffel Tower)। অবশেষে এই দ্বিতীয় ঢেউয়ের আবহে শুক্রবার তা খুলে দেওয়া হল। এখন টিকাগ্রহণের প্রমাণপত্র (proof of vaccination) বা কোভিড নেগেটিভ রিপোর্ট (negative COVID test) দাখিল করলেই এখানে ঢোকার প্রবেশাধিকার মিলবে। 


আরও পড়ুন: Germany-Belgium Floods: ইউরোপ জুড়ে ভয়াবহ বন্যা, মৃত্যু ১৫০ ছাড়াল


প্যারিসের Mayor Anne Hidalgo আইফেল টাওয়ার খোলাকে স্বাগত জানিয়েছেন। এবং তিনি ফের এই স্মৃতিসৌধকে নতুন করে আবিষ্কার করার জন্য আহ্বান জানিয়েছেন পর্যটকদের।


দর্শকদের মধ্যে খোদ ফরাসিই বেশি। এ ছাড়াও আছেন ইতালীয় ও স্পেনীয় পর্যটকেরাও। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: World Day For International Justice 2021:নিয়মের বাঁধন নয়, সংবেদনশীলতাই যে কোনও আইনের আত্মা