তিউনিশিয়ায় জয়ী আল নাহাদা, অব্যাহত সংঘর্ষ
আরব বসন্তের প্রথম সাধারণ নির্বাচনে জয়ী হল ইসলামিস্ট পার্টি আল নাহাদা। ৪১ শতাংশ ভোট পেয়ে ২১৭টির মধ্যে তারা দখল করেছে ৯০টি আসন।
আরব বসন্তের প্রথম সাধারণ নির্বাচনে জয়ী হল ইসলামিস্ট পার্টি আল নাহাদা। ৪১ শতাংশ ভোট পেয়ে ২১৭টির মধ্যে তারা দখল করেছে ৯০টি আসন।
তবে এই ঐতিহাসিক নির্বাচনেও বন্ধ হল না আরব বসন্তে শুরু হওয়া সংঘর্ষের রেশ। ভোট গণনার সময় লন্ডনবাসী ব্যবসায়ী হাশেমি হামদির নেতৃত্বাধীন পপুলার লিস্ট পার্টির একাধিক আসন বাতিল করায় বৃহষ্পতিবার সন্ধ্যায় সিডি বাওজিড শহরে শতাধিক মানুষ বিক্ষোভ দেখান। আল নাহাদার মূল কার্যালয়ে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। শহরের বিভিন্ন জায়গায় টায়ার পোড়ানো হয়। তারপরেই উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিস। নির্বাচন আধিকারিকের তরফে অবশ্য জানানো হয়, অর্থনৈতিক অসঙ্গতির জন্যই ওই আসনগুলি বাতিল করা হয়েছে। জয় ঘোষণার পরে আল নাহাদা পার্টির নেতা রাশেদ ঘানুশি বলেন, তিউনিশিয়ার প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করবে নতুন সরকার। এর আগেও তিনি আশ্বাস দিয়ে বলেছিলেন, তাঁর দল তিউনিশিয়াকে গোঁড়া ইসলামি রাষ্ট্রে পরিণত করবে না।