Escapes From Zoo: দ্বাররক্ষীকে মেরে প্রেমিককে নিয়ে পালাল প্রেমিকা!

এ সময়ে দ্বাররক্ষী তাদের জন্য খাবার নিয়ে এসেছিলেন।

Updated By: Feb 1, 2022, 08:04 PM IST
Escapes From Zoo: দ্বাররক্ষীকে মেরে প্রেমিককে নিয়ে পালাল প্রেমিকা!

নিজস্ব প্রতিবেদন: দ্বাররক্ষীকে মেরে প্রেমিককে নিয়ে পালাল প্রেমিকা! প্রায় রোমহর্ষক এক প্রেমের গল্পের মতোই। 

ইরানের এক চিড়িয়াখানায় রক্ষকের উপর হামলা চালিয়ে তাঁকে হত্যার পর নিজের সঙ্গীকে নিয়ে পালিয়ে যায় এক সিংহী।

পালিয়ে যাওয়া সিংহী ও তার সঙ্গীকে পরে অবশ্য ধরতে সক্ষম হন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানাটি ইরানের আরাক শহরে অবস্থিত। ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের মারকাজি প্রদেশে এই আরাক শহর। চিড়িয়াখানার এক কর্মী বলেন, সিংহীটি কয়েক বছর ধরে ওই চিড়িয়াখানায় আছে। সে তার খাঁচার একটি দরজা প্রথমে খুলতে পারে। পরে খাঁচা থেকে বাইরে বেরিয়ে এসে রক্ষকের উপর হামলা চালায়। রক্ষীকে মেরে অবশেষে সে তার পুরুষ সঙ্গীকে নিয়ে পালায়। এ সময়ে দ্বাররক্ষী প্রাণী দুটির জন্য খাবার নিয়ে এসেছিলেন।

ঘটনার পরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা চিড়িয়াখানাটি ঘিরে ফেলেন। পরে তাদের জীবিত অবস্থাতেই নিরাপদে আটক করা সম্ভব হয়।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: World's Oldest Living Aquarium Fish: অ্যাকোয়ারিয়াম ফিশের মধ্যে বিশ্বের সব চেয়ে বয়স্ক মাছ

.