ফের বিস্ফোরণ প্যারিসে!

ফের বিস্ফোরণের আওয়াজ। আবারও ঘটনাস্থল প্যারিস। তাড়া করল জঙ্গি হামলার আতঙ্ক।

Updated By: Apr 1, 2016, 05:12 PM IST
ফের বিস্ফোরণ প্যারিসে!

ওয়েব ডেস্ক : ফের বিস্ফোরণের আওয়াজ। আবারও ঘটনাস্থল প্যারিস। তাড়া করল জঙ্গি হামলার আতঙ্ক।

মধ্য প্যারিসের অভিজাত এলাকায় একটি বাড়িতে শোনা যায় বিস্ফোরণের আওয়াজ। সঙ্গে সঙ্গে প্যারিস ফের জঙ্গি হানার শিকার হয়েছে বলে আতঙ্ক গ্রাস করল স্থানীয় বাসিন্দাদের। প্রাণ বাঁচাতে পড়িমরি করে ছুট লাগাতে দেখা যায় স্থানীয় জনতাকে। মুহূর্তের মধ্যে খালি করে দেওয়া হয় ওই এলাকা ও ওই বিল্ডিং। যদিও, পরে জানা গেছে, গ্যাস সিলিন্ডার ফেটেই বিস্ফোরণটি ঘটে।

গত নভেম্বরেই ভয়াবহ জঙ্গি হামলার শিকার হয় ফ্রান্সের রাজধানী। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে প্যারিস ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা। প্রাণ হারান কমপক্ষে ১৩০ জন মানুষ। সম্প্রতি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ধরা পড়ে প্যারিস হামলার মূলচক্রী সালা আবদেসলাম। তারপরই বদলা নিতে ব্রাসেলসের জাভেন্তেম বিমানবন্দর ও মালবিক মেট্রোস্টেশনে হামলা চালায় জঙ্গিরা। ফের মৃত্যু হয় কমপক্ষে ৩২ জনের। আহত বহু। একের পর এক জঙ্গি হামলায় আতঙ্ক ঘিরে ধরেছে ইউরোপের দেশগুলিকে।  

.