সমকামী বিবাহের আইনি স্বীকৃতির প্রচারের জন্য ১০ হাজার মার্কিন ডলার আর্থিক সাহায্য ফেসবুকের

Updated By: Aug 15, 2014, 04:24 PM IST
সমকামী বিবাহের আইনি স্বীকৃতির প্রচারের জন্য ১০ হাজার মার্কিন ডলার আর্থিক সাহায্য ফেসবুকের

সমকামী বিবাহে আইনি স্বীকৃতি নিয়ে লড়াই চালিয়ে সাড়া ফেলে দিয়েছেন উটাহর অ্যাটর্নি জেনারেল সেন রেয়েজ। এবার তাঁর লড়াইকে সম্মান জানাতে সমকামি বিবাহের প্রচারে ১০,০০০ মার্কিন ডলার দিল ফেসবুক।

উটাহ ফিনান্সিয়াল ডিসক্লোজার ওয়েবসাইটে সেন রেয়েজের সমকামী বিবাহের প্রচারে ব্যবহৃত হবে এই মূল্য। হাফিংটন পোস্টকে করা একটি ই-মেলে ফেসবুকের মুখপাত্র জানিয়েছেন,

সমকামিতা নিয়ে ফেসবুকের রেকর্ড খুব ভাল। সেটা কোনওদিন বদলাবে না। কিন্তু কাকে ফেসবুক সমর্থন করবে সেই বিষয়ে আমরা তার পুরো পোর্টফোলিও দেখার পরই সিদ্ধান্তে আসি। কাউকে অর্থ সাহায্য দেওয়া মানে এটা নয় যে আমরা তাঁর সব অবস্থানের সঙ্গে একমত। ওনার দায়বদ্ধতা দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০১১ সালে PAC গঠন করে রাজনৈতিক সমর্থন জানিয়েছে ফেসবুক। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল কমলা হ্যারিসের প্রচারে সাড়ে ৮ হাজার মার্কিন ডলার আর্থিক সাহায্যও করেছিল ফেসবুক।

 

.