নিজস্ব প্রতিবেদন: চিন ক্রমশ মহাকাশ  গবেষণার নানা ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখছে। চাঁদ থেকে মাটি-পাথর তুলে এনেছে, মঙ্গলে রোবট পাঠিয়েছে। এবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তারা পাঠিয়ে দিল নভশ্চরদের। বিশ্ব মহাকাশ গবেষণার ক্ষেত্রেও যুগান্তকারী এই ঘটনা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অবশেষে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভশ্চরদের (astronaut) নিয়ে যাওয়ার জন্য রওনা দিল চিনের রকেট। বহু দিন ধরে চিন তার এই লক্ষ্যে কাজ করে এসেছে। স্পেস স্টেশনে মানুষ পাঠানোর জন্য এটাই চিনের প্রথম উদ্যোগ। এটি সফল হলে মহাকাশ গবেষণায় তা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে স্বীকৃত হবে।


আরও পড়ুন: G-7-এর মঞ্চ থেকে তোপ চিনকে, সমালোচনায় ক্ষুব্ধ চিন


চিনের গোবি (Gobi desert) মরুভূমির Jiuquan launch centre থেকে সকাল ৯টা ২২ মিনিটে  উৎক্ষেপণ করা হয়েছিল রকেটটি। মহাকাশযানটিতে ছিলেন ৩ জন নভশ্চর। সাত ঘণ্টা পরে Tiangong station-য়ে পৌঁছে যাওয়ার পরে মহাকাশচারীদের কেমন অভিজ্ঞতার তার একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে কেউ হেলমেট তুলে ধরছেন, কেউ-বা হাতের কলমটা ছেড়ে দিচ্ছেন।


এই যাত্রার সাফল্য কামনা করে যাত্রার প্রাক্কালে চিনের (china) দেশাত্মবোধক গানও গাওয়া হয়।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 


আরও পড়ুন: অবশেষে রুদ্ধদ্বার বৈঠকে মুখোমুখি বাইডেন-পুতিন