Noura al-Matroushi হতে চলেছেন আরবের প্রথম মহিলা মহাকাশচারী

নাসা'র ২০২১ সালের মহাকাশচারী প্রশিক্ষণ কোর্সে যোগ দেবেন নোরা অল-মাত্রুশি।

Updated By: Apr 12, 2021, 03:18 PM IST
Noura al-Matroushi হতে চলেছেন আরবের প্রথম মহিলা মহাকাশচারী

নিজস্ব প্রতিবেদন: নারীকে অর্ধেক আকাশ বলে উল্লেখ করেছিলেন এক কবি। আরবের আকাশে সেই কবিবাণী সত্য হতে চলেছে। কেননা সে দেশে এই প্রথম কোনও মহাকাশচারী একজন নারী।

সংযুক্ত আরব আমিরশাহির (UAE) প্রথম female astronaut-কে নিয়ে স্বভাবতই সাড়া পড়ে গিয়েছে। Dubai-এর শাসক Sheikh Mohammed bin Rashid Al Maktoum দেশের প্রথম নারী মহাকাশচারী হিসাবে বেছে নিয়েছেন বছর সাতাশের Noura al Matroushi-কে। মাত্রুশির সঙ্গে নির্বাচিত হয়েছেন এক পুরুষও। তাঁর নাম Mohammed al-Mulla।

আরও পড়ুন: মঙ্গলে নীল ও হলুদ এলাকার বিস্ময়কর ছবি প্রকাশ করল নাসা

আরবে এই প্রথম মহাকাশচারীর প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন কোনওমহিলা। NASA-র ২০২১ সালের মহাকাশচারী প্রশিক্ষণ কোর্সে যোগ দেবেন Noura al-Matroushi।

২০২৪ সালের মধ্যে চাঁদে (Moon) রোভারের মতো যান পাঠাতে চায় আমিরশাহি। ২১১৭ সালের মধ্যে মঙ্গলে ঘাঁটিও গড়তে চায় তারা।

প্রসঙ্গত, ২০১৯ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান আমিরশাহির (UAE) প্রথম মহাকাশচারী হাজ্জা আল মনসুরি।

আরও পড়ুন: রাইট ভাইদের স্মৃতিতে মঙ্গলে উড়ল না হেলিকপ্টার

 

.