জলে ভাসতে তৈরি 'টাইটানিক টু'
১৯১১ সালে আটলান্টিক মহাসাগরে সলিল সমাধি ঘটেছিল টাইটানিকের। তার ১০৭বছর পর ফের জলে ভাসতে চলেছে 'টাইটানিক টু'। একেবারে হুবহু টাইটানিকের মডেলে তৈরি হওয়া (অনেকেই বলছেন রিল্পেকা) এই জাহাজের ছবি প্রকাশ করলেন স্বয়ং মালিক। টাইটানিক টু-য়ের মালিক হলেন অস্ট্রেলিয়া ধনকুবের ব্যবসায়ী ও রাজনীতিবিদ ক্লাইভ পালমের।
ওয়েব ডেস্ক: ১৯১১ সালে আটলান্টিক মহাসাগরে সলিল সমাধি ঘটেছিল টাইটানিকের। তার ১০৭বছর পর ফের জলে ভাসতে চলেছে 'টাইটানিক টু'। একেবারে হুবহু টাইটানিকের মডেলে তৈরি হওয়া (অনেকেই বলছেন রিল্পেকা) এই জাহাজের ছবি প্রকাশ করলেন স্বয়ং মালিক। টাইটানিক টু-য়ের মালিক হলেন অস্ট্রেলিয়া ধনকুবের ব্যবসায়ী ও রাজনীতিবিদ ক্লাইভ পালমের।
১৯৯৭ সালে তৈরি হওয়া জেমস ক্যামেরনের ক্লাসিক সিনেমা টাইটানিকে ঠিক যেমনভাবে জাহাজটিকে দেখানো হয়েছিল, একদম সেই ঢঙেই তৈরি হয়েছে পালমেরের টাইটানিক টু। এই টাইটানিক টুয়ে থাকছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী। ঠিক যেমনটা দেখানো হয়েছিল সিনেমায়। টাইটানিকের মত একই ওজন, উচ্চতা, লম্বা মাপেরই হচ্ছে ক্লাইভের জাহাজ। থাকছে ঠিক ৯টা ডেক। শুধু চওড়ায় ১৩ ফুট বিস্তীর্ণ হচ্ছে টাইটানিক টু। ৮৪০টি কেবিনে তিনটি শ্রেণীতে যাতায়াত করতে পারবেন ২,৪৩৫ যাত্রী, ৯০০ জন জাহাজ কর্মী।