সুনামিতে ভেসে যাওয়া রাষ্ট্রপতি থেকে খুনি অভিনেতা-চমকে দেওয়া পাঁচ তথ্য

ওয়েব ডেস্ক: খবরের দুনিয়ায় ঘটছে কত কিছু। কটাই বা মনে থাকে। কতগুলোই বা দেওয়া যায়। কিন্তু এমন কিছু তথ্য থাকে যা জানতে ভাল লাগে, জানাতে ইচ্ছা করে। সেইরকমই পাঁচ  

ফিনল্যান্ডের বর্তমান রাষ্ট্রপতি সাউলি নিইনইস্তো, ২০০৪ সালে গিয়েছিলেন থাইল্যান্ডে। সেখানে ভয়াবহ সুনামি আছড়ে পড়ে। তছনছ হয়ে যায় গোটা দেশ। সুনামি ঢেউতে ভাসিয়ে নিয়ে যায় সাউলিকে। সাউলি কোনওরকমে একটা ইলেকট্রিক খুঁটির ওপর উঠে পড়েন। সঙ্গে ছিল ধরে তার ছেলে। নিচে দিয়ে জলের তোড়ে ভেসে যাচ্ছে সব কিছু। ইলেকট্রিক পোলের ওপর কোনওরকমে ঝুলে সাউলি ও তার ছেলে। পরে তাদের উদ্ধার করা হয়। ২০১২ সালে তিনি দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।


-------------------
অনস্ক্রিনে আর্নল্ড সোয়াত্‍‌জানেগার ৩৬৯টি খুন করে। গোটা বিশ্বে বড় পর্দায় এতবড় 'খুনে' অভিনেতা আর নেই।   


-------------------
হ্যান্ড স্যানিটাইজার ৯৯.৯৯ শতাংশ জীবাণু মেরে ফেল। কিন্তু .১ শতাংশ জীবাণুর জন্যও আপনার অসুস্থ হয়ে পড়তে পারি।


---------------------
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ৩ বছরের এক শিশু বোমার আঘাতে মারা যাওয়ার আগে বলেছিল, 'আমি ভগবানকে গিয়ে সব বলে দেবো।'


--------------
ম্যাকলারেনের এফ ওয়ান ইঞ্জিন সোনা দিয়ে তৈরি।

English Title: 
five stat that blow your mind
News Source: 
Home Title: 

সুনামিতে ভেসে যাওয়া রাষ্ট্রপতি থেকে খুনি অভিনেতা-চমকে দেওয়া পাঁচ তথ্য

সুনামিতে ভেসে যাওয়া রাষ্ট্রপতি থেকে খুনি অভিনেতা-চমকে দেওয়া পাঁচ তথ্য
Yes
Is Blog?: 
No
Tags: