সেলিম রেজা, বাংলাদেশ: দুদিনের সফরে ২৮ এপ্রিল ঢাকায় (Dhaka) যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। ঢাকায় তিনি বাংলাদেশের (Bangladesh) বিদেশমন্ত্রী একে আবদুল মোমেনের (AK Abdul Momen) সঙ্গে বৈঠক করবেন। এর পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই বিষয়ে বাংলাদেশ বিদেশমন্ত্রকের মুখপাত্র জানান, স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে ২০২১ সালে ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুজনেই বাংলাদেশ সফর করেছেন। এরপরে বাংলাদেশের পক্ষ থেকে শীর্ষ পর্যায়ের একজন নেতার ভারত সফরের কথা রয়েছে।


আরও পড়ুন: Bangladesh Adult Video: কম্পিউটার সেন্টারের আড়ালে পর্ন ভিডিও 'বিক্রি'! পুলিসের জালে ১০


আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেনকে অস্ত্রসাহায্য করা নিয়ে ফের আমেরিকার কড়া সমালোচনা করল রাশিয়া


ঢাকায় সফর চলাকালীন জয়শঙ্কর সেই বিষয়ের ওপর বিশেষ জোর দেবেন বলে জানা গেছে। বাংলাদেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুলাই মাসে ভারত সফর করবেন। মনে করা হচ্ছে যে তার সফর প্রসঙ্গেও আলোচনা হবে জয়শঙ্করের বৈঠকে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)