ওয়েব ডেস্ক: রাষ্ট্রপতি হওয়ার আগে থেকেই তাঁর নানা বক্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। তাঁকে যেন ছায়ার মতো অনুসরণ করে সমালোচনা। সেই ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় এবার মুখর হল মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্ররাষ্ট্র ফ্রান্স। প্যারিসে জঙ্গিহানা রোখার ট্রাম্পের পন্থার নিন্দা করেছে সেদেশের সরকার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শহরের মানুষের হাতে বন্দুক থাকলে প্যারিসে ভয়াবহ জঙ্গিহানা রোখা যেত। ট্রাম্পের এহেন আজব নিদানের নিন্দা করেছে ফ্রান্স। প্যারিসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই ধরণের মন্তব্য করার বদলে ওই বিপর্যয়ে নিহতদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত ছিল মার্কিন প্রেসিডেন্টের। 


সহমতির ভিত্তিতে নাবালিকার সঙ্গে যৌন সম্পর্ক ধর্ষণ নয়, জানাল ফিনল্যান্ডের সুপ্রিম কোর্ট


২০১৫ সালের ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসের বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় আইসিস সমর্থক ইসলামিক জঙ্গিরা। ওই হামলায় মোট ১৩০ জনের মৃত্যু হয়। গত শুক্রবার ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের বৈঠকে ট্রাম্প বলেন, ওই দিন প্যারিসের নাগরিকদের হাতে বন্দুক থাকলে জঙ্গিহানা রোখা সম্ভব হত। ট্রাম্পের এই মন্তব্যের নিন্দা করেছেন প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট ফাসোয়াঁ ওলাদ-ও।