সংসদীয় নির্বাচন, বামেরাই এগিয়ে ফ্রান্সে

ইউরোপে চরম অর্থনৈতিক সঙ্কটের মধ্যেই সংসদীয় নির্বাচন শুরু হল ফ্রান্সে। নির্বাচনে বামেদেরই জয়ের আশা দেখছে ফরাসি রাজনৈতিক মহল। পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেটে এখন বামেরাই সংখ্যাগরিষ্ঠ। এবার নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে জয়ী হলে নিরঙ্কুশ ক্ষমতা হাতে আসবে সদ্য নির্বাচিত ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাঁদের।

Updated By: Jun 10, 2012, 05:35 PM IST

ইউরোপে চরম অর্থনৈতিক সঙ্কটের মধ্যেই সংসদীয় নির্বাচন শুরু হল ফ্রান্সে। নির্বাচনে বামেদেরই জয়ের আশা দেখছে ফরাসি রাজনৈতিক মহল। পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেটে এখন বামেরাই সংখ্যাগরিষ্ঠ। এবার নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে জয়ী হলে নিরঙ্কুশ ক্ষমতা হাতে আসবে সদ্য নির্বাচিত ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাঁদের।
চরম অর্থনৈতিক সঙ্কটে ইউরোপের শক্তি ভারসাম্যও নতুন সমীকরণের বাঁকে দাঁড়িয়ে। এই পরিস্থিতিতে রবিবার পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির ৫৭৭টি আসনে ভোট দিলেন ফরাসি ভোটাররা। কিছুদিন আগেই কনজারভেটিভ পার্টির নিকোলাস সারকোজিকে হারিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট পদে এসেছেন সোস্যালিস্ট পার্টির ফ্রাসোয়াঁ ওলাঁদ। পার্লামেন্টেও ক্ষমতায় ফিরলে ফ্রান্সের অর্থনৈতিক সংস্কারের পথ অনেকটাই সহজ হবে ওলাঁদের পক্ষে। তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নিয়ে পুরোপুরি উদ্বেগ কাটছে না ফরাসি প্রেসিডেন্টের। ইতিমধ্যেই চরম অর্থনৈতিক সঙ্কটে পঙ্গু হতে বসেছে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি ফ্রান্স। সঙ্কটে রাশ টানতে গিয়ে গ্রিসের মত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কায় রয়েছেন ফরাসি জনতা। এই পরিস্থিতিতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রবিবারের নির্বাচন।

.