৫০০ মশা মেরে জমা দিন, জিতে নিন ১০০ টাকা পুরস্কার!

মশা মারার জন্য যাবতীয় উদ্যোগ নেওয়ার পরও কোনও কাজ হচ্ছে না। ডেঙ্গুর প্রকোপ চাপ বাড়াচ্ছে সরকারেরও উপরও।

Updated By: Jul 27, 2019, 12:52 PM IST
 ৫০০ মশা মেরে জমা দিন, জিতে নিন ১০০ টাকা পুরস্কার!

নিজস্ব প্রতিবেদন : ৫০০ মশা মেরে জমা দিতে পারলে ১০০ টাকা পুরস্কার! এমন আজব ঘোষণা হয়েছে বাংলাদেশে। রাজধানী ঢাকাসহ বাংলাদেশে বিভিন্ন জায়গায় উত্তরোত্তর বেড়ে চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল হচ্ছে প্রশাসন। মশা মারার জন্য যাবতীয় উদ্যোগ নেওয়ার পরও কোনও কাজ হচ্ছে না। ডেঙ্গুর প্রকোপ চাপ বাড়াচ্ছে সরকারেরও উপরও। তাই বাংলাদেশের রংপুরের প্রাক্তন পৌর মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর ছেলে রিয়াজ হিমন একটি ফেসবুক পোস্টে ৫০০ মশা মারুন, ১০০ টাকা পুরস্কার জিতুন-ঘোষণা করলেন।

আরও পড়ুন-  জন্মদিন! স্বামীর পাঠানো অ্যামাজন ডেলিভারি বক্স খুলতে গিয়ে চমকে উঠলেন স্ত্রী

এর আগে ১৯৯৩ সালে বাংলাদেশে নাকি এমন আজব ঘোষণা হয়েছিল। সেবারও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা চরচর করে বাড়ছিল। কোনও উপায় না দেখে রংপুরের তত্কালান পৌর মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু ঘোষণা করেছিলেন, আপনারা ৫০০ মশা মেরে নিয়ে আসুন। আমরা ১০০ টাকা করে পুরস্কার দেব। প্রাক্তন মেয়রের ছেলের দাবি, সেবার নাকি এমন টোটকা দারুন কাজ দিয়েছিল। ১৫ দিনের মধ্যে ডেঙ্গুর প্রকোপ কমে গিয়েছিল। রিয়াজ হিমন এমনও দাবি করেছেন, এমন অভিনব ভাবনা ও উদ্যোগের জন্য সেই সময় বিবিসির প্রতিনিধি তাঁর বাবার সাক্ষাত্কার নিতে এসেছিলেন। তিনি আরও বলেন, পাড়ার ক্লাবের ছেলেরা মশা মেরে এনে জমা দিতেন। আর তাঁর বাবা তাদের ব্যাট-বল উপহার দিতেন। তাতেই তারা খুশি হয়ে উদ্যম পেত।

আরও পড়ুন-  ভারতকে টক্কর দিতে ভাড়ার মহাকাশযানে মহাশূন্যে মানুষ পাঠাবে পাকিস্তান

১৯৯৩ সালের সেই টোটকা এবারও চালু করার কথা বলছেন প্রাক্তন মেয়রের ছেলে। আর এই নিয়ে তিনি ঘোষণাও করেছেন, ''৫০০ মশা মেরে জমা দিন, ১০০ টাকা পুরস্কার নিয়ে যান।''

.