Ghost Village: জলের তলা থেকে উঠে এল ভূতুড়ে এক গ্রাম!

ভৌগোলিক ভাবে জায়গাটি স্পেন ও পর্তুগালের সীমান্তে। গ্রামটির নাম অ্যাসেরেডো।

Updated By: Feb 14, 2022, 07:24 PM IST
Ghost Village: জলের তলা থেকে উঠে এল ভূতুড়ে এক গ্রাম!

নিজস্ব প্রতিবেদন: কত সভ্যতাই তো হারিয়ে যায়। কখনও বন্যায় ভেসে যায়, কখনও নদীগর্ভে তলিয়ে যায়। ইতিহাসের পাতায় আমরা এগুলি পড়ি। স্পেনেও ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল। 

প্রায় ৩০ বছর আগে একটি স্পেনীয় জনপদ এ ভাবেই তলিয়ে গিয়েছিল নদীগর্ভে। সদ্য এটি প্রকাশ্যে এসেছে। জল শুকিয়ে যেতেই জনসমক্ষে এসেছে জনপদের অতীত চিহ্ন। কিন্তু এটা কোনও খবর নয়। আসল খবরটা হল, সদ্য জ্ঞাত গ্রামটি একটি ভূতুড়ে গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। আর তা নিয়েই ছড়িয়েছে আতঙ্ক। তৈরি হয়েছে অস্বস্তি।

ভৌগোলিক ভাবে জায়গাটি স্পেন ও পর্তুগালের সীমান্তে। গ্রামটির নাম অ্যাসেরেডো। স্থানীয় এলাকায় খরার কারণে একটি রিজার্ভয়র জলশূন্য করে ফেলতে হয়েছিল। একটি বড় বাঁধের অংশ ছিল এটি। বন্যায় এই জনপদটি প্লাবিত হয়েছিল। তবে নদী হিসেবে বলতে হলে বলতে হবে লিমিয়া নদীর তলা থেকে উঠে এসেছে এটি। 

১৯৯২ সাল নাগাদ এই প্লাবনের বিষয়টি ঘটেছিল। লিমিয়া রিভারবেডে বাঁধ ও জলাধার বানাতে গিয়ে এই গ্রামটিকে নষ্ট করা হয়েছিল। তবে এই এলাকার বাসিন্দাদের অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছিল। গ্রামটি যেখানে ছিল সেখানে মূলত তৈরি করা হয়েছিল রাস্তা। কিন্তু একদিন নদীর জল বাঁধে উপচে উঠলে বাধ্য হয়ে জল ছেড়ে দিতে হয়। আর তখনই এই ঘটনা ঘটে।
 
জল অবশ্য একদিন কমে গিয়েছিল। কিন্তু তখন গ্রামটির একটা ধ্বংসাবশেষ যেন চোখে পড়ছিল। বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় শুধু যে উক্ত গ্রামটিরই ক্ষতি হয়েছিল, তা নয়, এর আশপাশের এলাকাও বিনষ্ট হয়েছিল। এখানে বৃষ্টি নেই, খরার ক্লিষ্টতার চিহ্ন। সব মিলিয়ে পরিবেশটা আক্ষরিক অর্থেই যেন ভূতুড়ে হয়ে দাঁড়িয়েছে। তবে সেই বিপুল ধ্বংসস্তূপের মধ্যে আজও দাঁড়িয়ে আছে পানীয় জলের একটি উৎস। 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Ukraine: বুধবারই ইউক্রেনে হামলা চালাবে রাশিয়া! কী বলছে গোয়েন্দাসূত্র?

.