গুগলের ডুডলে ত্রিমাত্রিক পেনিসিলিনের গঠন, শ্রদ্ধার্ঘ ডরোথি হজকিনকে
প্রখ্যাত রসায়নবিদ ডরোথি হজকিনের ১০৪ তম জন্মদিবসে তাঁকে ডুডলিং শ্রদ্ধার্ঘ্য জানান গুগল।
প্রখ্যাত রসায়নবিদ ডরোথি হজকিনের ১০৪ তম জন্মদিবসে তাঁকে ডুডলিং শ্রদ্ধার্ঘ্য জানান গুগল।
আজকের গুগল ডুডলে পেনিসিলিনের মলিকিউলার মডেলের ছবি। ১৯৪৫ সালে এই মডেলটি আবিষ্কার করেন হজকিন। প্রোটিন এক্স-রে ক্রিসটালোগ্রাফির উন্নতি করে হজকিন বায়োমলিকিউলগুলির ত্রিমাত্রিক গঠন আবিষ্কার করেন।
বিশ্বইতিহাসে তিনিই তৃতীয় মহিলা যিনি রসায়নে নোবেল পুরষ্কার পান।
১৯১০ সালে ১২ মে ইজিপ্টের কায়রোতে জন্মগ্রহণ করেন ডরোথি হজকিন। প্রোটিন ক্রিস্টালোগ্রাফি নিয়ে প্রচুর কাজ করেন তিনি। পেনিসিলিনের ত্রিমাত্রিক গঠন আবিষ্কার করার জন্য ১৯৬৪ সালে নোবেল পুরস্কার পান তিনি।