হোয়াটস অ্যাপের সঙ্গে ফেসবুকের চুক্তি ভেস্তে দেওয়ার ফন্দী এঁটেছিল গুগল

হোয়াটস অ্যাপের সঙ্গে ফেসবুকের চুক্তি ভেস্তে দিতে চেয়েছিল গুগল। এ খবরে জোর জল্পনা শুরু হয়েছে সাইবার জগতে। শোনা যাচ্ছে, হোয়াটস অ্যাপ কিনতে ১৯ বিলিয়ন মার্কিন ডলারের চেয়েও বেশি দিতে রাজি ছিল গুগল। যদিও সাইবার ইন্ডাসট্রির একটি অংশে বলছে, উনিশের চেয়ে মোটেও বেশি নয়, মাত্র ১০ বিলিয়ন ডলারে হোয়াটস অ্যাপ অধিগ্রহণে গুগল কর্তৃপক্ষ রাজি ছিল।

Updated By: Feb 22, 2014, 07:15 PM IST

হোয়াটস অ্যাপের সঙ্গে ফেসবুকের চুক্তি ভেস্তে দিতে চেয়েছিল গুগল। এ খবরে জোর জল্পনা শুরু হয়েছে সাইবার জগতে। শোনা যাচ্ছে, হোয়াটস অ্যাপ কিনতে ১৯ বিলিয়ন মার্কিন ডলারের চেয়েও বেশি দিতে রাজি ছিল গুগল। যদিও সাইবার ইন্ডাসট্রির একটি অংশে বলছে, উনিশের চেয়ে মোটেও বেশি নয়, মাত্র ১০ বিলিয়ন ডলারে হোয়াটস অ্যাপ অধিগ্রহণে গুগল কর্তৃপক্ষ রাজি ছিল।

কিন্তু ফেসবুক ১৯ বিলয়ন ডলার খরচ করে শেষ হাসি হাসে। যদিও আরও একটি সূত্র জানাচ্ছে, হোয়াটস অ্যাপের কর্ণধারকে বোর্ড অফ ডিরেক্টরসে রাখতে রাজি হয়নি গুগল। আর সে জন্যই ভেস্তে যায় গুগলের পরিকল্পনা। বাজিমাত করে ফেসবুক।

.