১৫তম জন্মদিনে রেট্রো ডুডল লুকে ফিরে এল গুগল
১৫তম জন্মদিনে রেট্রো লুকে ফিরে এল গুগল। ডুডলে আজ সেই `হিটিং দ্যা পিনাটা` গেম। ১৯৯৮-এ এই রূপেই আত্মপ্রকাশ ঘটেছিল সার্চইঞ্জিন গুগলের। বিকল্প হোমপেজের নয়া দিশা দেখিয়েছিল গুগল।
১৫তম জন্মদিনে রেট্রো লুকে ফিরে এল গুগল। ডুডলে আজ সেই `হিটিং দ্যা পিনাটা` গেম। ১৯৯৮-এ এই রূপেই আত্মপ্রকাশ ঘটেছিল সার্চইঞ্জিন গুগলের। বিকল্প হোমপেজের নয়া দিশা দেখিয়েছিল গুগল।
ল্যারি পেজ আর সের্গেই ব্রিন, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র বদলে দিয়েছিল ইন্টারনেট জগতের মানে। সার্চ ইঞ্জিনে তারপর যোগ হয়েছে ইমেলিং, চ্যাট, অর্কুট, ইউটিউব, পিকাসা। ইন্টারনেটে সার্চ করার প্রতিশব্দ হয়ে গেছে `গুগল` করা।
ডুডলের মাধ্যমে নতুন রূপে বিভিন্নভাবে বারবার এসেছে গুগল। একটা গেম থেকে শুরু হয়েছিল যে ডুডলিং এখন তার জনপ্রিয়তা আকাশছোঁয়া।