ইউরোপীয় ইউনিয়নের চূড়ান্ত সময়সীমা পেয়ে ওবামাকে ফোন গ্রিসের প্রধানমন্ত্রীর

ইউরোপীয় ইউনিয়নের চূড়ান্ত সময়সীমা পেয়ে ওবামাকে ফোন করলেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সি সিপ্রাস। ঋণ প্রস্তাব নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে সিপ্রাস বিস্তারিত জানিয়েছেন বলে হোয়াইট হাইসের তরফে জানানো হয়েছে। মঙ্গলবারই গ্রিস সরকারকে ঋণ প্রস্তাব দিতে ফের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয় ইউরোপীয় ইউনিয়ন।

Updated By: Jul 8, 2015, 04:46 PM IST
ইউরোপীয় ইউনিয়নের চূড়ান্ত সময়সীমা পেয়ে ওবামাকে ফোন গ্রিসের প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের চূড়ান্ত সময়সীমা পেয়ে ওবামাকে ফোন করলেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সি সিপ্রাস। ঋণ প্রস্তাব নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে সিপ্রাস বিস্তারিত জানিয়েছেন বলে হোয়াইট হাইসের তরফে জানানো হয়েছে। মঙ্গলবারই গ্রিস সরকারকে ঋণ প্রস্তাব দিতে ফের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয় ইউরোপীয় ইউনিয়ন।

রবিবারের মধ্যেই গ্রিসকে আর্থিক সংস্কার সংক্রান্ত প্রস্তাব জমা দিতে বলেছে ইইউ। সময়সীমা মানতে হলে শুক্রবারের মধ্যেই গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সি সিপ্রাসকে নয়া ঋণ প্রস্তাব পেশ করতে হবে। এদিকে সময়সীমা বেঁধে দেওয়ার সঙ্গেই নতুন সংস্কার প্রস্তাবের জন্য গ্রিসের ওপর চাপ বাড়িয়েছে জার্মানি। 

.