জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হতেই পরপর বিস্ফোরণ; গুলির লড়াই শ্রীলঙ্কায়, গ্রেফতার ৭
পাল্টা হামলার কথা মাথায় রেখে দেশের মুসলিমদের ঘরেই ঘরেই প্রার্থনা করতে বলা হয়েছে
নিজস্ব প্রতিবেদন: ইস্টার সানডে-তে কলম্বো ও পার্শ্ববর্তি এলাকায় হামলায় জড়িত সন্দহে ১৪০ জনকে খুঁজছে শ্রীলঙ্কা পুলিস।
শুক্রবার তল্লাশি চালানোর সময় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়ে যায় শ্রীলঙ্কা সেনার। পূর্ব শ্রীলঙ্কার আম্পারা জেলার সাম্মানথুরিতে সন্দেহভাজন জঙ্গিদের ডেরায় অভিযান চালানোর চেষ্টা করতেই পরপর তিনটি বিস্ফোরণ ঘটায় তারা।
আরও পড়ুন-ভুল করলে মোদীর বাড়িতেও আয়কর হানা হবে, দাবি প্রধানমন্ত্রীর
শ্রীলঙ্কা পুলিস ও সেনার দাবি এখনও পর্যন্ত ৭ জনের গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক। পাশাপাশি উদ্ধার হয়েছে বেশকিছু ইউনিফর্ম ও আইএস-এর প্রতীক। এছাড়াও পাওয়া গিয়েছে ৫০টি জিলেটিন স্টিক, ১ লাখ ধাতব বল, একটি ড্রোন ক্যামেরা।
উল্লেখ্য, ২১ এপ্রিল শ্রীলঙ্কার ৮টি জায়াগায় ধারাবাহিক বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৫৩। এদের মধ্যে ১০ ভারতীয় সহ মোট ৩৮ জন বিদেশি রয়েছেন। ঘটনার পেছনে ন্যাশনাল তৌহিদ জামাতের যোগাযোগ রয়েছে বলে পুলিসের দাবি।
আরও পড়ুন-ভিডিয়ো: ২৫ দিনের প্রচারে ওই একটা দিনেই গ্লাভস পরে দেখেছে: মিমি
এদিকে, পাল্টা হামলার কথা মাথায় রেখে দেশের মুসলিমদের ঘরেই ঘরেই প্রার্থনা করতে বলা হয়েছে। পাশাপাশি কলম্বোর আর্চ বিশপ কার্ডিন্যাল ম্যালকম রঞ্জিত জানিয়েছেন, আগামী রবিবার দ্বীপরাষ্ট্রে কোনও গির্জায় প্রার্থনা হবে না।