সৌদি রাজপ্রাসাদে বন্দুকবাজের হামলা, নিহত ২ নিরাপত্তারক্ষী

Updated By: Oct 8, 2017, 11:46 AM IST
সৌদি রাজপ্রাসাদে বন্দুকবাজের হামলা, নিহত ২ নিরাপত্তারক্ষী

ওয়েব ডেস্ক: জেড্ডায় সৌদি আরবের রাজপ্রাসাদের সামনে বন্দুকবাজের হামলা। শনিবার এই হামলায় প্রাসাদের ২ নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন। পালটা গুলিতে নিহত হয়েছে বন্দুকবাজও।

সৌদি প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বন্দুকবাজ মনসুর আল আমরি বলে চিহ্নিত হয়েছে। ২৮ বছর বয়সী ওই যুবক সৌদি আরবেরই নাগরিক। তার কাছে একটি স্বয়ংক্রিয় কোলাসনিকভ রাইফেল ও ৩টি পেট্রোল বোমা ছিল।

আরও পড়ুন- লন্ডনের ফুটপাথে উঠে এল বেপরোয়া গাড়ি, আহত অনেকে

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সৌদি রাজপ্রাসাদ আল সালাম প্যালেসের নিরাপত্তা গুমটির সামনে গাড়ি থামায় বন্দুকবাজ। গাড়ি থেকে নেমেই নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সে। প্রাথমিক ধাক্কা কাটিয়ে পালটা জবাব দেন নিরাপত্তারক্ষীরা। তাতে মৃত্যু হয় ওই যুবকের। ততক্ষণে যদিও দুই নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। তবে এই হামলায় সৌদি রাজপরিবারের সদস্যদের কারও কোনও ক্ষতি হয়নি। বর্তমানে মস্কো সফরে রয়েছেন সৌদি সম্রাট সলমন।

আরও পড়ুন- চাঁদে ফের মানুষ পাঠাচ্ছে নাসা, জানালেন মার্কিন উপ রাষ্ট্রপতি

.