মারবে বলে ছুটে আসছে গাড়িটা, এমন ভয়ঙ্কর ছবি আগে দেখেননি! (ভাইরাল ভিডিও)
ভয়াবহ বললেও কম বলা হয়। ভয়ঙ্কর একটা ফুটেজ। একজনকে পিষে মারবে বলে ছুটে আসছে একটা গাড়ি। প্রথমবারের চেষ্টা ব্যর্থ। দ্বিতীয়বার আবার ধেয়ে এল গাড়িটি।
![মারবে বলে ছুটে আসছে গাড়িটা, এমন ভয়ঙ্কর ছবি আগে দেখেননি! (ভাইরাল ভিডিও) মারবে বলে ছুটে আসছে গাড়িটা, এমন ভয়ঙ্কর ছবি আগে দেখেননি! (ভাইরাল ভিডিও)](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/08/04/62484-36dcbdeb00000578-0-image-a-11470297855685.jpg)
ওয়েব ডেস্ক : ভয়াবহ বললেও কম বলা হয়। ভয়ঙ্কর একটা ফুটেজ। একজনকে পিষে মারবে বলে ছুটে আসছে একটা গাড়ি। প্রথমবারের চেষ্টা ব্যর্থ। দ্বিতীয়বার আবার ধেয়ে এল গাড়িটি।
ধাবমান গাড়িটিকে দেখে পালানোর চেষ্টা করে যুবকটি। পারে না। গাড়ির ধাক্কায় ১৫ ফিট উঁচুতে উঠে আছড়ে পড়েন মাটিতে। গাড়িটি চলে গিয়ে তখন আবার ফিরে আসে। গুরুতর আহত হন ওই যুবক। বছর ৩০-এর ওই যুবকের কোমরের হাড় ও পায়ের হাড় ভেঙে যায়। CCTV ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনাটি। অভিযুক্ত ধরাও পড়ে। তবে পরে জামিনে মুক্তি পায় সে। দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও,