নিজস্ব প্রতিবেদন: ফের রক্তাক্ত ফ্রান্স। দক্ষিণ ফ্রান্সের কারক্যাসন শহরে পুলিসকর্মীকে লক্ষ্য করে গুলি চালায় এক বন্দুকবাজ।  সুপার মার্কেটে কয়েকজনকে পণবন্দি করেছে সে। নিজেকে আইএস জঙ্গি বলে দাবি করেছে ওই আততায়ী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয় সময় সকাল ১১.১৫ নাগাদ পুলিস কর্মীদের লক্ষ্য করে গুলি চালায় ওই আততায়ী। এরপর ঢুকে পড়ে সুপার মার্কেটে। পণবন্দি করে কয়েকজনকে। গুলিতে একজনের মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয় সংবাদমাধ্যমের। তবে তা নিশ্চিত করেনি ফরাসি সরকার।  


পণবন্দিদের মুক্ত করতে অভিযান শুরু করেছে ফরাসি পুলিস। গোটা এলাকা ঘিরে ফেলেছে কয়েকশো পুলিস কর্মী। প্রধানমন্ত্রী এডুয়ার্ডো ফিলিপ জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়।


২০১৫ সালে জানুয়ারি প্যারিসের একটি বিপণীবিতানে হামলা চালিয়েছিলেন ইসলামিক স্টেটের জঙ্গি।