হ্যারিকেনের থাবা, চোখ রাঙাচ্ছে বন্যাও, বিধ্বস্ত টেক্সাস, দেখুন ভিডিও

Updated By: Aug 29, 2017, 11:00 AM IST
হ্যারিকেনের থাবা, চোখ রাঙাচ্ছে বন্যাও, বিধ্বস্ত টেক্সাস, দেখুন ভিডিও

ওয়েব ডেস্ক : হ্যারিকেনের দাপটে কেঁপে উঠল টেক্সাস। ইতিমধ্যেই টেক্সাস সহ মার্কিন মুলুকের বেশ কয়েকটি জায়গায় উদ্ধার কাজ শুরু করেছে সেনা বাহিনী। ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী, ভয়াবহ ঝড় এবং বন্যার জেরে ইতিমধ্যেই টেক্সাস ও তার আশপাশের এলাকায় কমপক্ষে ৩০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। তাঁদেরকেও উদ্ধার করার কাজ শুরু হয়েছে।

একটানা বৃষ্টির জেরে হাউসটনের বেশ কিছু এলাকায় নদীর জল বাড়তে শুরু করেছে। ওই এলাকায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ শতাধিক বলে জানা যাচ্ছে। হাউসটনে ৮২ হাজার পরিবার বিনা বিদ্যুতে রয়েছে।

রবিবার ঝড় বৃষ্টি শুরুর পর পরই ২ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। লুসিয়ানা, হাউসটন, টেক্সাস সহ বেশ কিছু এলাকায় লাল সতর্কতা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবকিছু মিলিয়ে ফের হ্যারিকেনের দাপটে বেসামাল হয়ে পড়েছে মার্কিন মুলুকের বেশ কিছু অংশ।

দেখুন সেই ভিডিও..

 

.