রীটার বিভাজিকা বিতর্কে বিবিসি-র ক্ষমা
ওয়েব ডেস্ক: বিবিসিতে সন্ধ্যা ৭টার শো। আর তাতে হাজির খোলামেলা পোশাকে অভ্যস্ত গায়িকা রীটা ওরা। 'দ্য ওয়ান শো' নামের বিবিসি-র ওই অনুষ্ঠানে রীটা হাজির হন এমন এক পোশাকে যাতে বিভাজিকা বা ক্লিভেজ বিতর্ক উসকে ওঠে। প্রায় প্রাইম টাইমে পারিবারিক ওই শোতে রীতার বিভাজিকা প্রদর্শনে ক্ষুব্ধ হয়ে ৪০০ বেশি অভিযোগ জমা পড়ে। বিতর্কের রেশ এত দূর যায় যে বিবিসি কর্তৃপক্ষ ক্ষমা পর্যন্ত চেয়ে নেয়। এই অনুষ্ঠানে স্তন-সন্ধি নিয়ে চলা বিতর্কে অবশ্য রীটা কোনও মুখ খোলেননি।
এখানেই ওঠে প্রশ্ন। বিভাজিকা প্রদর্শন নিয়ে আমাদের দেশে অনেক রকম বিতর্ক তৈরি হয়, সেখানেই প্রায় রোজই দেখা যায় কোনও না কোনও অজুহাতে হলিউড বা পশ্চিমের নায়ক-গায়ক-নায়িকা-গায়িকারা প্রায় নগ্নতার আশ্রয় নেন। তা বিতর্কও সেভাবে ওঠেন না। ক দিন আগেই মঞ্চে গান করতে উঠে পোশাক পর্যন্ত ছিঁড়ে ফেলে ছিলেন রীটা। কিন্তু তখনও এত বিতর্ক হয়নি। যত বিতর্ক হল বিবিসি-র সন্ধ্যা ৭টা শোয়ে বিভাজিকা প্রদর্শন করে।