ইকুয়েডরের দূতাবাস ছাড়তে চলেছেন জুলিয়ান অ্যাসেঞ্জ
ইকুয়েডরের দূতাবাস ছাড়তে চলেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ। ইকুয়েডরের বিদেশমন্ত্রী রিকার্ডো পাটিনোর সঙ্গে লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন স্বয়ং অ্যাসেঞ্জ।
ওয়েব ডেস্ক: ইকুয়েডরের দূতাবাস ছাড়তে চলেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ। ইকুয়েডরের বিদেশমন্ত্রী রিকার্ডো পাটিনোর সঙ্গে লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন স্বয়ং অ্যাসেঞ্জ।
গত দু'বছর ধরে ইকুয়েডরের আশ্রয়ে এই দূতাবাসেই ছিলেন অ্যাসেঞ্জ। সেখান থেকেই সাংবাদিকদের অ্যাসেঞ্জ জানালেন খুব শীঘ্র দূতাবাস থেকে বিদায় নেবেন তিনি।
গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল দুরারোগ্য হার্টের অসুখে আক্রান্ত অ্যাসেঞ্জ। যদিও অ্যাসেঞ্জ জানিয়েছেন শারীরিক কারণে তিনি দূতাবাস ছাড়ছেন না।
ইকুয়েডরের বিদেশমন্ত্রী ওই সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন '' দু'বছর যথেষ্ট লম্বা সময়। অ্যাসেঞ্জকে এবার মুক্ত করা উচিৎ। ওনার মানবাধিকারকে সম্মান জানানো উচিৎ এইবার।''
গ্রেট ব্রিটেনের বিদেশ সচিবের সঙ্গে এই প্রসঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন পাটিনো।