জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যত সময় বাড়ছে, ততই বাড়ছে চাপ। এবার ফের নতুন মামলায় জড়িয়ে গেলেন ইমরান খান (Imran Khan)। পাকিস্তানের (Pakistan)প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে পাক আদালত। এরপরই দেশের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ককে গ্রেফতার করতে বিশেষ হেলিকপ্টারে চেপে লাহোর (Lahore) পৌঁছে গিয়েছে ইসলামাবাদ পুলিস (Islamabad Police)। তবে বিশাল ফোর্স নিয়ে পুলিস লাহোরে পা রাখলেও, তাদের কাজটা কিন্তু সহজ হবে বলে মনে হয় না। কারণ পুলিসকে রুখে দেওয়ার জন্য পালটা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (Pakistan Thereek-e-Insaf) নেতাকে বাঁচাতে মরিয়া সমর্থকরাও। ইতিমধ্যেই লাহোরে কয়েক হাজার সমর্থককে নিয়ে পদযাত্রা করছেন ইমরান। তবে পরিস্থিতি যা তাতে সোমবার রাতে যে কোনও সময় গ্রেফতার হতে পারেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার ইসলামাবাদের জেলা ও সেশন কোর্টের বিচারপতির নির্দেশ আগামী ২৯ মার্চের মধ্য়ে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করে আদালতে পেশ করতে হবে। মহিলা ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। 


 



 



আরও পড়ুন: Libya: ফের উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৩০! দ্রুত চলছে উদ্ধারকাজ...


আরও পড়ুন: Signature Bank Shuts Down: বন্ধ হয়ে গেল সিগনেচার! ভাঙা মন নিয়ে কাউন্টারে ভিড় করছেন শহরবাসী...


অভিযোগ, গত বছর অগাস্ট মাসে জনসভা থেকে এক মহিলা ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়েছিলেন ইমরান। শুধু তাই নয়, পুলিস ও বিচারব্য়বস্থাকে পক্ষপাতদুষ্ট বলেও তোপ দেগেছিলেন তিনি। এরপরই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হয়। তখনও আদালত তাঁকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিল। এবার জামিন অযোগ্য পরোয়ানা জারি হল ইমরানের বিরুদ্ধে। গত বছর আদালতে হাজির হয়ে বিচারপতির কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি। তবু রেহাই মিলল না।


যে কোনও মুহূর্তে ইমরানের গ্রেফতারির সম্ভাবনা থাকলেও তোষাখানা মামলায় ১৩ মার্চ অবধি তাঁকে  গ্রেফতার করা যাবে না। ইসলামাবাদ হাই কোর্টের এই নির্দেশে কিছুটা স্বস্তিতে থাকলেও নতুন জামিন অযোগ্য় পরোয়ানা জারি গিরে আশঙ্কা বেড়েছে। ইতিমধ্য়ে তাঁর বিরুদ্ধে ৮০টি মামলা রয়েছে গোটা পাকিস্তানজুড়ে। ফলে যে কোনও মুহূর্তে তাঁকে  গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কায় পাকিস্তান-তেহরিক-ইনসাফের সমর্থকরা এবং খোদ ইমরান খান। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)