Libya: ফের উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৩০! দ্রুত চলছে উদ্ধারকাজ...

Boat from Libya Capsized: ইউরোপ যাওয়ার পথে লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে একটি নৌকা ডুবে গিয়েছে। ঘটনায় ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্তত ৩০ জন।

Updated By: Mar 13, 2023, 04:27 PM IST
Libya: ফের উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৩০! দ্রুত চলছে উদ্ধারকাজ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউরোপে যাওয়ার পথে লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে একটি নৌকা ডুবে গিয়েছে। ঘটনায় ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও অন্তত ৩০ জন। ইটালির কোস্টগার্ড এই  তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে গতকাল, রবিবার ইটালি কোস্টগার্ড জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে পরিযায়ীদের নিয়ে যাওয়া নৌকাটি ডুবে যায়। ঘটনার পর যথারীতি উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজে সহায়তা করছে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রনটেক্স।

আরও পড়ুন: Four-Day Working Week: এবার থেকে সপ্তাহে তিনদিনই ছুটি! 'ফোর-ডে ওয়ার্কিং উইক' নিয়ে উল্লসিত সকলে...

অভিবাসনপ্রার্থীদের নিয়ে নৌকাটি লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়েছিল। নৌকাটি ইতালি যাচ্ছিল বলে জানিয়েছে মেডিটেরানিয়ান সার্ভিং হিউম্যান চ্যারিটি। সংস্থাটির দেওয়া তথ্য বলছে, গতকাল সকালে ডুবে যাওয়ার সময় নৌকাটি লিবিয়ার অন্যতম বৃহত্তম শহর বেনগাজি থেকে ১৭৭ কিলোমিটার উত্তর-পশ্চিম উপকূলে ছিল।

আরও পড়ুন: টানা ছ'দিন তুষারের নীচে আটকে গাড়ি! ভেতরে ৮১ বছরের গণিতবিদ, খেলেন বরফই; তারপর...

নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া নাগরিকদের সম্বন্ধে কোনও তথ্য জানানো হয়নি। নিখোঁজ অভিবাসনপ্রার্থীরাই-বা কোন দেশের নাগরিক, প্রাথমিকভাবে জানানো হয়নি তা-ও। চলতি বছরে এ পর্যন্ত ১৭ হাজার অভিবাসনপ্রার্থী ইতালিতে পৌঁছতে পেরেছেন।

২০২২ সালের প্রথম আড়াই মাসে এই সংখ্যাটি ছিল ৬ হাজার! ২০২২ সালের অক্টোবরে ইতালিতে রক্ষণশীল সরকার দায়িত্ব গ্রহণ করে। দেশে অভিবাসনপ্রত্যাশীদের ঢোকার ঢেউ কমানোর প্রতিশ্রুতি দিয়ে ইতালিতে ক্ষমতায় এসেছিল নতুন সরকার। কিন্তু দিনে দিনে বোঝা গিয়েছে, এ কাজে খুব একটা সফলতা দেখাতে পারেনি তারা।

ভূমধ্যসাগর হয়ে নৌকায় চেপে বেআইনি ভাবে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা চালাতে গিয়ে প্রতি বছরই শয়ে শয়ে অভিবাসনপ্রার্থীর প্রাণহানি ঘটছে। রাষ্ট্রসংঘের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখনও পর্যন্ত সব মিলিয়ে ভূমধ্যসাগরে ৩০০ অভিবাসনপ্রার্থীর মৃত্যু ঘটেছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.