স্বাধীনতা দিবসে গুগলের তেরঙা ডুডলিং স্যালুট

ভারতের ৬৭তম স্বাধীনতা দিবস উদযাপিত হল গুগলের তেরঙা ডুডলিংয়ের মাধ্যমে। আজ গুগলের প্রতিটা অক্ষর সেজে উঠেছে গেরুরা, সাদা আর সবুজের তেরঙ্গায়। তবে এই বার প্রথম নয়। ২০০৩ থেকে প্রতি বছর ১৫ অগাস্ট গুগলের ডুডলে উঠে এসেছে ভারতের স্বাধীনতা দিবস।

Updated By: Aug 15, 2013, 09:51 AM IST

ভারতের ৬৭তম স্বাধীনতা দিবস উদযাপিত হল গুগলের তেরঙা ডুডলিংয়ের মাধ্যমে। আজ গুগলের প্রতিটা অক্ষর সেজে উঠেছে গেরুরা, সাদা আর সবুজের তেরঙ্গায়। তবে এই বার প্রথম নয়। ২০০৩ থেকে প্রতি বছর ১৫ অগাস্ট গুগলের ডুডলে উঠে এসেছে ভারতের স্বাধীনতা দিবস।
আজকের ডুডলে ভারতের পতাকার তিন রঙের একটি ফিতে তৈরি করেছে গুগল শব্দটি। ২০০৩ থেকে প্রতি ১৫অগস্ট গুগলের ডুডলের অধিকাংশরই অনুপ্রেরণা ভারতের জাতীয় পতাকা। শুধু ২০১১ ও ২০১২তে ছক ভেঙে অন্যপথে এগিয়েছিল গুগল ডুডল। ২০১১তে ১৫অগাস্ট ডুডলে ফুটে উঠেছিল দিল্লির লালকেল্লা। ২০১২-এ জাতীয় পাখি ময়ূরের মাধ্যমে গুগল উদযাপন করেছিল ভারতের স্বাধীনতা দিবস।
গতকাল প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের স্বাধীনতা দিবসও পালিত হয়েছে গুগলের হোমপেজে।

.