ভারত 'তিব্বত তাস' খেললে নিজেদেরই পোড়াবে, হুমকি চিনা 'গ্লোবাল টাইমসে'র

চিনকে চাপে রাখতে ভারত যদি 'তিব্বত তাস' খেলে তাহলে তারা নিজেরাই নিজেদের 'পোড়াবে', ঠিক এই ভাষাতেই আজ প্রতিবেদন প্রকাশ করল চিনের রাষ্ট্রীয় সংবাদপত্র 'গ্লোবাল টাইমস'। লাদাখের প্যাংগং (চিনা ভাষায় ব্যাংগং) হ্রদে তিব্বতের 'নির্বাসিত সরকারে'র পতাকা উড়তে দেখা যাওয়ার পরই এমন প্রতিক্রিয়া এল বেজিং-এর তরফে। সিকিম সীমান্তে ভারত-চিনের সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষিতে এই পতাকা উড়ানোর বিষয়টিকে ভারতের 'তিব্বত তাস' খেলা হিসাবে দেখছে চিন।

Updated By: Jul 11, 2017, 06:31 PM IST
ভারত 'তিব্বত তাস' খেললে নিজেদেরই পোড়াবে, হুমকি চিনা 'গ্লোবাল টাইমসে'র

ওয়েব ডেস্ক: চিনকে চাপে রাখতে ভারত যদি 'তিব্বত তাস' খেলে তাহলে তারা নিজেরাই নিজেদের 'পোড়াবে', ঠিক এই ভাষাতেই আজ প্রতিবেদন প্রকাশ করল চিনের রাষ্ট্রীয় সংবাদপত্র 'গ্লোবাল টাইমস'। লাদাখের প্যাংগং (চিনা ভাষায় ব্যাংগং) হ্রদে তিব্বতের 'নির্বাসিত সরকারে'র পতাকা উড়তে দেখা যাওয়ার পরই এমন প্রতিক্রিয়া এল বেজিং-এর তরফে। সিকিম সীমান্তে ভারত-চিনের সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষিতে এই পতাকা উড়ানোর বিষয়টিকে ভারতের 'তিব্বত তাস' খেলা হিসাবে দেখছে চিন।

প্রসঙ্গত, প্যাংগং-এর উপর দিয়েই গিয়েছে নিয়ন্ত্রণ রেখা। তাই এই রকম 'স্পর্শকাতর' এলাকায় দলাই লামার 'নির্বাসিত সরকারে'র পতাকা দেখে রীতিমতো অগ্নিশর্মা কমিউনিস্ট চিন। এদিকে, গতকালই চিনের তরফে বলা হয়েছিল, পাকিস্তান সাহায্য চাইলেই ভারতের শাসনাধীন জম্মু-কাশ্মীরে প্রবেশ করতে পারে তৃতীয় কোনও দেশের সেনা। অর্থাত্ ইঙ্গিতে পাকিস্তানকে সাহায্য করতে নিজেদের গণ মুক্তি ফৌজ পাঠানোর হুমকি অন্য মোড়কে শুনিয়েছিল বেজিং। আর তারপর দিনই 'স্বাধীন তিব্বতে'র পতাকা দেখেই টনক নড়েছে ড্রাগনের দেশের। তবে গোটা ঘটনায় ভারতের পক্ষে এখনও কোনও প্রতিক্রিয়া মেনেনি।

.