নিজস্ব প্রতিবেদন: ভারতে তাণ্ডব করার পাশাপাশি গোটা দুনিয়াকে চিন্তায় ফেলে দিয়েছে করোনও ভারতীয় প্রজাতি B.1.617। ব্রিটেনও অত্যন্ত দ্রুত ছড়াচ্ছে করেনার এই মারাত্মক প্রজাতিটি। বাধ্য হয়েই দেশের ফের একদফা আঞ্চলিক লকডাউনের চিন্তভাবনা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-রেলকর্মীদের Frontline Worker হিসেবে গণ্য করে দ্রুত টিকা দেওয়া হোক, রাজ্যকে চিঠি রেলের  


ভারতীয় প্রজাতিটিকে নিয়ে সংসদে দাঁড়িয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনসন(Boris Johnson)। সংসদে তিনি বলেন, করোনার ভারতীয় প্রজাতি B.1.617 ব্রিটেনে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। অত্যন্ত বিপজ্জনক এই প্রজাতি দেশের জন্য় ফের একবার বিপদের কারণ হয়ে উঠতে পারে। ফলে কড়া হাতে তা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে সরকার। গতকাল বরিস জনসন এক অনুষ্ঠানে জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিকভাবে লকডাউন করা হতে পারে।


আরও পড়ুন-মহাকাশে সিনেমা বানানো নিয়েও Tug of War, শক্তি দেখাতে চায় আমেরিকা ও রাশিয়া


করোনার ভারতীয় প্রজাতির(Covid Indian Strain) সংক্রমণ বেশি দেখা যাচ্ছে উত্তর-পশ্চিম ইংল্যান্ডে। এছাড়াও এটির দেখা মিলছে বলটন ও লন্ডনে। বেডফোর্ড, ব্ল্যাকবার্ন ও ডারওয়েন সংক্রমণের পেছনে এই প্রজাতিকেই দায়ী করা হচ্ছে।