আফগানিস্তানে ভারতীয় দূতাবাসে জঙ্গি হামলা, মৃত চার জঙ্গিই, মোদীকে ফোন করলেন কারজাই
আফগানিস্তানের হেরাতে ভারতীয় দূতাবাসে হামলা চালাল জঙ্গিরা। আজ ভোররাতে হামলা হয়। মেশিনগান ও গ্রেনেড হাতে জঙ্গিরা দূতাবাসে ঢোকার চেষ্টা করে। আশেপাশের বহুতলগুলি থেকেও গুলি চালানো হয়। হামলায় দূতাবাসের কোনও কর্মী আহত হননি। ভারতে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত জানিয়েছেন চার হামলাকারীরই মৃত্যু হয়েছে। কোনও জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ভোর রাত সাড়ে তিনটে। আধো অন্ধকারের মধ্যেই আফগানিস্তানে ভারতীয় দূতাবাসে হামলা চালায় জঙ্গিরা। মেশিনগান ও গ্রেনেড নিয়ে ঝাপিয়ে পড়ে জঙ্গিরা। আশেপাশের বহুতলগুলি থেকে চলতে থাকে গুলি। হামলা শুরু হতেই পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন আইটিবিপি ও আফগান জওয়ানরা। ন ঘণ্টা ধরে চলে দুপক্ষের সংঘর্ষ। পাল্টা আক্রমণে চার জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ভারতে আফগান রাষ্ট্রদূত সইদা মহম্মদ আবদালি। এই হামলার মাধ্যমে দুদেশের সম্পর্কে চিড় ধরানোর চেষ্টা করলেও, জঙ্গিদের সেই চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
আফগানিস্তানের হেরাতে ভারতীয় দূতাবাসে হামলা চালাল জঙ্গিরা। আজ ভোররাতে হামলা হয়। মেশিনগান ও গ্রেনেড হাতে জঙ্গিরা দূতাবাসে ঢোকার চেষ্টা করে। আশেপাশের বহুতলগুলি থেকেও গুলি চালানো হয়। হামলায় দূতাবাসের কোনও কর্মী আহত হননি। ভারতে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত জানিয়েছেন চার হামলাকারীরই মৃত্যু হয়েছে। কোনও জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ভোর রাত সাড়ে তিনটে। আধো অন্ধকারের মধ্যেই আফগানিস্তানে ভারতীয় দূতাবাসে হামলা চালায় জঙ্গিরা। মেশিনগান ও গ্রেনেড নিয়ে ঝাপিয়ে পড়ে জঙ্গিরা। আশেপাশের বহুতলগুলি থেকে চলতে থাকে গুলি। হামলা শুরু হতেই পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন আইটিবিপি ও আফগান জওয়ানরা। ন ঘণ্টা ধরে চলে দুপক্ষের সংঘর্ষ। পাল্টা আক্রমণে চার জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ভারতে আফগান রাষ্ট্রদূত সইদা মহম্মদ আবদালি। এই হামলার মাধ্যমে দুদেশের সম্পর্কে চিড় ধরানোর চেষ্টা করলেও, জঙ্গিদের সেই চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
হামলার খবর ছড়িয়ে পড়তেই ভারতীয় দূতাবাসের কর্মীদের নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই দুদেশের বিদেশমন্ত্রকের মধ্যে যোগাযোগ করা হয়। জানা যায় দূতাবাসের কর্মীরা সবাই সুরক্ষিত রয়েছেন। নরেন্দ্র মোদীকে
ফোন করেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। আফগানিস্তানে ভারতীয় সবকটি দূতাবাসের নিরাপত্তা সুরক্ষিত করতে যা যা করা দরকার তা করবেন বলে আশ্বাস দিয়েছেন কারজাই। পরে মোদীও টুইট করেন। ( টুইটে মোদীর প্রতিক্রিয়া দূতাবাসের কর্মীদের অদম্য ইচ্ছাশক্তিকে আমি কুর্নিশ করি। জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ওআফগানিস্তানের নিরাপত্তাবাহিনী যে লড়াকু মনোভাব দেখিয়েছে তাকে ভারত সম্মান করে।)
হামলার নিন্দা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। নিন্দায় সরব কংগ্রেস ও বিজেপি।
আফগানিস্তানে ভারতীয় দূতাবাসে হামলা অবশ্য এই প্রথম নয়। দুহাজার আট ও নয় সালে কাবুলে ভারতীয় দূতাবাসে জঙ্গি হামলায় কয়েকজনের মৃত্যু হয়েছিল।