সন্ত্রাসবাদের আঁতুড়ঘর ইরান! ট্রাম্পের সঙ্গে সুর চড়ালেন পম্পেও

করোনার এই কামড়ের মাঝেও আয়াতোল্লাদের কাজে লাগিয়ে সারা বিশ্বে  সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার কাজ করছে ইরান।

Updated By: May 14, 2020, 10:06 PM IST
সন্ত্রাসবাদের আঁতুড়ঘর ইরান! ট্রাম্পের সঙ্গে সুর চড়ালেন পম্পেও

নিজস্ব প্রতিবেদন: কোভিড সংক্রমণের ভরা আতঙ্কে দুই মাসে প্রথম ভিন দেশে গিয়েই চাঞ্চল্যকর দাবী করলেন মার্কিন সেক্রেটারি মাইক পম্পেও। জেরুজালেমের বুকে দাঁড়িয়ে সরাসরি নাশকতার অভিযোগে বিঁধলেন ইরানকে। বুধবার পম্পেও সাফ জানিয়ে দেন করোনার এই কামড়ের মাঝেও আয়াতোল্লাদের কাজে লাগিয়ে সারা বিশ্বে  সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার কাজ করছে ইরান।

আরও পড়ুন: এঁকেবেঁকে চলছে না, এগোচ্ছে সোজা! এ কেমন সাপ? ভাইরাল ভিডিয়ো

ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানয়াহু  পম্পেওর এই একদিনের সফরকে তাঁদের জোটবদ্ধতার প্রতীক হিসেবে বুঝিয়েছেন। হোয়াইট হাউসের প্রশংসা করে নেতানয়াহু জানিয়েছেন, আমেরিকার বারংবার চাপ বৃদ্ধি ইরানের আগ্রাসন নীতির মোক্ষম দাওয়াই, তার জন্য অভিনন্দন। পম্পেও ও ইজরায়েল প্রধানের মধ্যে ইজরায়েলে ইহুদি বাস ও পশ্চিম তীরে তাঁদের অধিকৃত অংশ নিয়ে আলোচনা হয়েছে বলে মনে করছেন অনেকেই।
তবে করোনা সংক্রমণের মাঝে এই সফর ঘিরে জোর বিতর্কও উঠেছে। তেল আভিভে প্লেন থেকে নামার সময় পম্পেওর মুখে মাস্ক থাকলেও নেতানয়াহুর সঙ্গে কথোপকথনের সময় কারোর মুখেই মাস্ক ছিল না। যার জেরে প্রশ্নচিহ্নর মুখে দাঁড়িয়েছে করোনা নিরাপত্তা।

.