৪৬ জন ভারতীয় নার্সকে অজানা জায়গায় সরিয়ে নিয়ে গেল আইসিস

ইরাকের তিকরিতে আটক ৪৬ জন ভারতীয় নার্সকে ইচ্ছার বিরুদ্ধে অন্য শহরে সরিয়ে নিয়ে যাওয়া হল। এখন তারা আইসিসের কব্জায়। ইরাকের বিদেশ মন্ত্রকের মুখপাত্র সইদ আকবারুদ্দিন জানান, নিজেদের সুরক্ষার স্বার্থেও তারা অন্য জায়গায় যেতে রাজি হয়েছেন। কিন্তু কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা এখনও জানা যায়নি। পরিস্থিতি আমাদের হাতে নেই। এটা কঠিন পরিস্থিতি।

Updated By: Jul 3, 2014, 10:08 PM IST

ইরাকের তিকরিতে আটক ৪৬ জন ভারতীয় নার্সকে ইচ্ছার বিরুদ্ধে অন্য শহরে সরিয়ে নিয়ে যাওয়া হল। এখন তারা আইসিসের কব্জায়। ইরাকের বিদেশ মন্ত্রকের মুখপাত্র সইদ আকবারুদ্দিন জানান, নিজেদের সুরক্ষার স্বার্থেও তারা অন্য জায়গায় যেতে রাজি হয়েছেন। কিন্তু কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা এখনও জানা যায়নি। পরিস্থিতি আমাদের হাতে নেই। এটা কঠিন পরিস্থিতি।

গত মাসে সমস্যা শুরু হওয়ার পর থেকেই একটি হাসপাতালে থাকছিলেন তারা। তবে নার্সদের সঙ্গে ভারত সরকার সর্বক্ষণ যোগাযোগ রেখে চলছে বলে জানান আকবারুদ্দিন। সেনাদের জোরাজুরিতেই তারা হাসপাতাল ছাড়তে বাধ্য হন। তিকরি দখলের জন্য সুন্নি সেনাদের সঙ্গে ইরাকি সেনাদের যুদ্ধ চলছে। হাসপাতালে বিস্ফোরণের ব্যাপারে জানতে চাইলে আকবারুদ্দিন জানান, আমি বিস্ফোরণের কথা জানি না। তবে কাঁচ ভেঙে কয়েকজন আহত হয়েছেন।

দেশে ফিরে আসতে চলেছেন প্রায় ৯০০ জন ভারতীয়।

.