নিজস্ব প্রতিবেদন:  ক্রিসমাসের আগেই দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের কোয়েটা শহরের বেথেল মোমোরিয়াল গির্জায় আত্মঘাতী হামলা চালাল জঙ্গিরা। হামলায় নিহত হয়েছেন অন্ততপক্ষে ৯ জন। আহত প্রায় ৫০। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু ও মহিলা। বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রশাসন সূত্রে খবর।

আরও পড়ুন: কূলভূষণ যাদবের মা ও স্ত্রীর ভিসা তৈরির কাজ শুরু করল পাকিস্তান

ক্রিসমাসের আগেই দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের কোয়েটা শহরের বেথেল মোমোরিয়াল গির্জায় আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। প্রার্থনা চলাকালীন এই হামলা চালানো হয় বলে জানা গিয়েছে। হামলার সময় গির্জার ভিতরে কমপক্ষে ৪০০ জন ছিলেন বলে বালুচিস্তানের ইনস্পেক্টর জেনারেল মোয়াজ্জম আনসারি জানান।  

English Title: 
Islamic state suicide bombers attack Pakistan church, 9 dead
News Source: 
Home Title: 

ক্রিসমাসের আগেই পাকিস্তানে গির্জায় জঙ্গি হামলা, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

ক্রিসমাসের আগেই পাকিস্তানে গির্জায় জঙ্গি হামলা, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Yes
Is Blog?: 
No