১৮০০ মৃত্যুর পর অবশেষে গাজা থেকে সেনা সরাচ্ছে ইজরায়েল

অবশেষে গাজা থেকে সেনা সরানো শুরু করল ইজরায়েল। হামাসের খোঁড়া সুড়ঙ্গগুলি ধ্বংস করার কাজ শেষ করে, সাঁজোয়া গাড়ি চেপে ইহুদি সেনার একটা দল গাজা ছেড়ে দেশের পথ ধরল। কিন্তু সেনা প্রত্যাহারের মাঝেও গাজায় আক্রমণ করেই চলেছে ইজরায়েল।

Updated By: Aug 4, 2014, 10:08 AM IST
১৮০০ মৃত্যুর পর অবশেষে গাজা থেকে সেনা সরাচ্ছে ইজরায়েল

গাজা: অবশেষে গাজা থেকে সেনা সরানো শুরু করল ইজরায়েল। হামাসের খোঁড়া সুড়ঙ্গগুলি ধ্বংস করার কাজ শেষ করে, সাঁজোয়া গাড়ি চেপে ইহুদি সেনার একটা দল গাজা ছেড়ে দেশের পথ ধরল। কিন্তু সেনা প্রত্যাহারের মাঝেও গাজায় আক্রমণ করেই চলেছে ইজরায়েল।

গতকাল গাজায় রাষ্ট্রসংঘ পরিচালিত স্কুলে ইজরায়েলের রকেট হানায় ১০ জন প্রাণ হারান। গত ২৭ দিন গাজায় চলা ইজরায়েলের আক্রমণে এখনও পর্যন্ত দেড় হাজার জন প্রাণ হারিয়েছেন, আহতের সংখ্যা ১০ হাজার, গৃহহীন বহু মানুষ।  গাজায় বিভিন্ন রাস্তার ধারে এখন মৃতদেহের সারি থেকে দুর্গন্ধ বের হতে শুরু করেছে।

এই ধ্বংসলীলা এখনও থামতে রাজি নন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বেনিয়ামিন বলেছেন, গাজার ওপর আক্রমণ চলবেই। কারণ তাদের লক্ষ্য জঙ্গি সংগঠন হামাসের ওপর চাপ বহাল রাখার পক্ষপাতী।

.