নিজস্ব প্রতিবেদন: জাপান উদ্দেশে রওনা দেওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছিলেন, জাপান হচ্ছে অন্যতম বিশ্বাসযোগ্য দেশ। দুই দেশকে ‘উইনিং কম্বিনেশন’ বলে ব্যাখ্যা করেন তিনি। বুলেট ট্রেন, মেক ইন ইন্ডিয়া, সিল্ক ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া- মোদীর এ সব স্বপ্নের প্রকল্পে জাপান অগ্রণী ভূমিকা নিয়েছে। তাই, এক রাশ আশা নিয়ে দু’দিনের ভারত-জাপান সম্মলনে শনিবার টোকিও পৌঁছলেন নরেন্দ্র মোদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জাপানের তরফ থেকেও রবিবার একই বার্তা শোনা গেল। ইয়ামানাশির মাউন্ট ফুজি হোটেলে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, মোদী হচ্ছেন বিশ্বাসযোগ্য বন্ধুদের মধ্যে অন্যতম। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বজায়ে সর্বদা সচেষ্ট তিনি। নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারের ভূয়শী প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী।


আরও পড়ুন- বন্দুকবাজের নির্বিচার গুলিতে রক্তাক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সিনাগগ, নিহত কমপক্ষে ১১


শিনজো আবে এ দিন আরও বলেন, দুই দেশের সম্পর্ক বিশ্বকে আরও সমৃদ্ধ করেছে। নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি, বিনিয়োগ, কৃষি, স্বাস্থ্য, পরিবেশ এবং পর্যটক নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। সাক্ষাত পর্বে, শিনজো আবের হাতে দেশীয় হস্তশিল্পের একটি নির্দশন তুলে দেন মোদী। রাজস্থানের মার্বেলে তৈরি বাটি এবং উত্তর প্রদেশে মিরজাপুরে শিল্পীদের তৈরি কার্পেট উপহার দেন মোদী।


আরও পড়ুন- তাঁর নামে রয়েছে ২২২৪টি গাড়ি, আকাশ ভেঙে পড়ল পাক বিচারকের মাথায়


জানা গিয়েছে, ১৩ তম ভারত-জাপান সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি, টোকিওয়ে প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দেবেন মোদী। সে দেশের শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। উল্লেখ্য, ক্ষমতায় আসার পরই সেপ্টেম্বরে প্রথম জাপান সফর করেছিলেন নরেন্দ্র মোদী।