বিশ্বব্যাঙ্কের নতুন প্রেসিডেন্ট জিম ইয়ং কিম

বিশ্বব্যাঙ্কের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন মার্কিন মনোনীত জিম ইয়ং কিম। এইডস্ এবং যক্ষ্মা রোগের চিকিত্সায় অসাধারণ অবদানের জন্য ইতিমধ্যেই খ্যাতির শিরোনামে পৌঁছেছিলেন কোরিয়ান বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক।

Updated By: Apr 17, 2012, 06:02 PM IST

বিশ্বব্যাঙ্কের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন মার্কিন মনোনীত জিম ইয়ং কিম। এইডস্ এবং যক্ষ্মা রোগের চিকিত্সায় অসাধারণ অবদানের জন্য ইতিমধ্যেই খ্যাতির শিরোনামে পৌঁছেছিলেন কোরিয়ান বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক। পেশায় চিকিত্সক জিম ইয়ং কিম নিউ হ্যাম্পশায়ারের ডার্টমাউথ কলেজের প্রেসিডেন্ট।
পশ্চিম ইউরোপ, জাপান, কানাডা, রাশিয়া, মেক্সিকো, চিন, দক্ষিণ কোরিয়া`র প্রতিনিধিদের ভোটে জিতে নির্বাচিত হন কিম। কোরিয়ান বংশোদ্ভূত মার্কিন নাগরিকের পক্ষে ভোট দিয়েছে ভারতও। তবে সূত্রে খবর, কিম-এর পক্ষে ভোট দেয়নি ব্রাজিল, দক্ষিণ কোরিয়া। বিশ্বব্যাঙ্কের বর্তমান প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিকের থেকে ১ জুলাই থেকে দায়িত্বভার নেবেন জিম ইয়ং কিম।

.