ইক্যুয়েডরে আশ্রয় পেলেন আসাঞ্জ

উইকিলিক্‌সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দেবে ইক্যুয়েডর। সেদেশের বিদেশমন্ত্রী রিকার্ডো পাতিনো বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

Updated By: Aug 16, 2012, 09:27 PM IST

উইকিলিক্‌সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দেবে ইক্যুয়েডর। সেদেশের বিদেশমন্ত্রী রিকার্ডো পাতিনো বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
এর আগে ব্রিটেনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় আসাঞ্জ ইক্যুয়েডরে আশ্রয় নিলে তারা তাঁর যাত্রায় নিরাপত্তা দেবে না। এই মুহূর্তে লন্ডনে ইক্যুয়েডর দূতাবাসে লুকিয়ে আছেন আসাঞ্জ। যৌন হেনস্থার একটি মামলায় তাঁকে সুইডেনে প্রত্যার্পণের রায় দেয় ব্রিটেনের উচ্চ আদালত।
দেশের সিদ্ধান্ত ঘোষণা করার পর পাতিনো জানান তাঁর দেশ মনে করে আসাঞ্জের ভীতি অমূলক নয়। তিনিরাজনৈতিক রোষের শিকার হতে পারেন। তিনি আরও বলেন যে তাঁকে শেষ পর্যন্ত আমেরিকাতেও প্রত্যার্পণ করা হতে পারে। সেখানে তাঁর স্বচ্ছ বিচার পাওয়া সম্ভব নয়। তাঁকে মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে।

.