নিজস্ব প্রতিবেদন: প্রায়-বিপন্ন হয়ে পড়েছে হাঙর, কোমোডো ড্রাগন। আশঙ্কা প্রকাশ করল ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব নেচার। যে খবর জেনে চিন্তায় পড়ে গিয়েছেন পরিবেশপ্রেমীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পৃথিবী থেকেই বিলুপ্ত হয়ে যেতে পারে হাঙর। হারিয়ে যেতে পারে কোমোডো ড্রাগন। সম্প্রতি এমন আশঙ্কাই প্রকাশ করল ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব নেচার (IUCN)। ১,৩৮,০০০ প্রজাতির অন্তত ২৮ শতাংশই বিপন্ন জানাল এই সংস্থা। তারা এ-ও জানাল, মূলত মানুষের কার্যকলাপের জেরেই এটা হচ্ছে। 


আরও পড়ুন: Amrullah Saleh: আমার কপাল লক্ষ্য করে দুটো গুলি চালিও...


IUCN-এর তরফে একটি সমীক্ষা করা হয়েছিল। সেই সমীক্ষার শেষে সব চেয়ে বিপন্ন সামুদ্রিক জীবের এক তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় প্রথম স্থানেই রয়েছে হাঙর (Shark)। রিপোর্টে বলা হয়েছে, হাঙরের ৩৭ শতাংশ প্রজাতি বিলুপ্ত হওয়ার পথে। এরকম ঘটতে চলেছে কারণ, যথেচ্ছ মাত্রায় শিকার হচ্ছে হাঙর। তা ছাড়া জলবায়ুর পরিবর্তনও বড় রকম প্রভাব ফেলছে। হাঙরের বিচরণক্ষেত্রও ক্রমশ সঙ্কুচিত হয়ে আসছে।


আইইউসিএন-এর বিপন্ন প্রাণীর তালিকায় উঠে এসেছে কোমোডো ড্রাগনের নামও। বলা হয়েছে, সমুদ্রের জলস্তর ক্রমশ বাড়তে থাকায় কোমোডো ড্রাগনের বাসস্থানের উপর প্রভাব পড়ছে। এর জেরে আগামী ৪৫ বছরের মধ্যেই কোমোডো ড্রাগনের ৩০ শতাংশ বাসস্থান জলে ডুবে যাবে। যার ফলে এই ড্রাগনের অস্তিত্বও সঙ্কটের মুখে পড়বে।


অবশ্য এ একেবারে নতুন কিছু নয়। ২০১৯ সালেই  ইউএন-এর (UN) বায়োডাইভার্সিটি এক্সপার্টেরা বিশ্বকে  সতর্ক করেছিলেন, প্রায় দশ লক্ষ প্রজাতিই অবলুপ্তির মুখে! এটাকে ৫০ কোটি বছরে 'সিক্সথ মাস এক্সটিঙ্কশন' (sixth mass extinction) বলে উল্লেখ করা হয়েছিল। 
 
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Viral: নির্জনে একাকী! বিদ্যুৎ-জল-ইন্টারনেট না থাকলেও সাড়ে ৫ কোটি দাম এই বাড়ির