জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তান সেনাবাহিনীর নতুন প্রধান হবেন লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার স্থলাভিষিক্ত হবেন। ২৯ নভেম্বর অবসরে নিচ্ছেন বাজওয়া। তথ্য ও সম্প্রচার মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ লেফটেন্যান্ট জেনারেল সাহির শামশাদ মির্জাকে জয়েন্ট চিফস অফ স্টাফ এবং লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আসিম মুনিরকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন’।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিয়োগে সমস্যা কোথায়


পাকসেনা প্রধান পদে দৌড়ে মুনিরের নাম সবার আগে ছিল। মজার ব্যাপার হল, লেফটেন্যান্ট জেনারেল হিসেবে মুনিরের চার বছরের মেয়াদ জেনারেল বাজওয়ার অবসরের দুই দিন আগে ২৭ নভেম্বর শেষ হতে চলেছে, কিন্তু সেনাপ্রধানের অবসর নেওয়ার আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই এখন তাকে নিয়োগের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। চাকরিতে তাঁর তিন বছর মেয়াদ বাড়ানো হবে।


আরও পড়ুন: Malaysia elections: ত্রিশঙ্কু নির্বাচনের ফলাফল, প্রধানমন্ত্রীত্বের দৌড়ে এগিয়ে সংস্কারপন্থী নেতা আনোয়ার ইব্রাহিম


লেফটেন্যান্ট জেনারেল মুনিরকে ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টে কমিশন করা হয়েছিল এবং জেনারেল বাজওয়ার অধীনে একজন ব্রিগেডিয়ার হিসাবে বাহিনীর কমান্ড নেওয়ার পর থেকেই তিনি বিদায়ী সিওএএস-এর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। জেনারেল বাজওয়া তখন এক্স কর্পসের কমান্ডার ছিলেন।


মুনির আইএসআই প্রধান হয়েছেন


২০১৭ সালের প্রথম দিকে, মুনিরকে সামরিক গোয়েন্দা প্রধান নিযুক্ত করা হয়। এর পরের বছর অক্টোবরে আইএসআই প্রধান করা হয় তাঁকে। যদিও, শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা হিসাবে তার মেয়াদ সর্বকালের সবচেয়ে সংক্ষিপ্ত ছিল। তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের ইচ্ছায় তাঁর জায়গায় আট মাসের মধ্যে লেফটেন্যান্ট-জেনারেল ফয়েজ হামিদ আইএসআই-এর প্রধান হন।


রাজনীতিতে সেনার ভূমিকা


মুনীরকে নতুন প্রধান হিসেবে ঘোষণা করার পর প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সাংবাদিকদের বলেন, ‘এটি যোগ্যতা, আইন এবং সংবিধান অনুযায়ী হয়েছে’।


সেনাবাহিনী ঐতিহাসিকভাবে অভ্যন্তরীণ এবং বিদেশী উভয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বলা হচ্ছে মুনিরের নিয়োগ পাকিস্তানের ভঙ্গুর গণতন্ত্র, প্রতিবেশী ভারত এবং তালিবান শাসিত আফগানিস্তানের সঙ্গে এর সম্পর্ক এবং সেইসঙ্গে চিন অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তার মূল ভূমিকাকে প্রভাবিত করতে পারে।


বুধবার, বিদায়ী সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া বলেন যে ভবিষ্যতে পাকিস্তানের জাতীয় রাজনীতিতে সেনাবাহিনীর কোনও ভূমিকা থাকবে না। মার্কিন ষড়যন্ত্র ইমরান খানের সরকার ভেঙে যাওয়ার পিছনে রয়েছে, ইমরান খানের এই দাবিকে ‘ভুয়ো এবং মিথ্যা’ হিসাবে প্রত্যাখ্যান করেন তিনি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)