রোম থেকে আজ মিউনিখ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সঙ্গে ২৯ জন বাণিজ্য প্রতিনিধির দল

রোম থেকে আজ মিউনিখ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর সঙ্গে যোগ দেবেন অর্থমন্ত্রী অমিত মিত্র। এদেশ থেকে ২৯ জন বাণিজ্য প্রতিনিধির দল নিয়ে জার্মানিতে যাচ্ছেন অর্থমন্ত্রী।

Updated By: Sep 5, 2016, 11:53 AM IST
রোম থেকে আজ মিউনিখ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সঙ্গে ২৯ জন বাণিজ্য প্রতিনিধির দল
মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক থেকে এই ছবি নেওয়া হয়েছে।

ওয়েব ডেস্ক: রোম থেকে আজ মিউনিখ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর সঙ্গে যোগ দেবেন অর্থমন্ত্রী অমিত মিত্র। এদেশ থেকে ২৯ জন বাণিজ্য প্রতিনিধির দল নিয়ে জার্মানিতে যাচ্ছেন অর্থমন্ত্রী।

রাজ্যে লগ্নি টানতে জার্মানির চারটি শহরে শিল্পবৈঠক করবেন অর্থমন্ত্রী। বৈঠক হবে ইন্দো-জার্মান চেম্বার অফ কমার্স সহ একাধিক বণিকসভার সঙ্গে। মিউনিখের বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন- পোপকে কী উপহার দিলেন মমতা

তাছাড়া স্টুটগার্ড, বাভারিয়া এবং ডিউসেলডর্ফে একাধিক বৈঠক করবেন অর্থমন্ত্রী। কোম্পানির অফিস রয়েছে। তার মধ্যে উনিশটি বড় কোম্পানি। তাদের সঙ্গে কথা বলে রাখা হয়েছে। লগ্নি টানতে জার্মানিতে কী হবে অর্থমন্ত্রীর কৌশল? তারও পরিকল্পনা করে ফেলা হয়েছে।  

 

আরও পড়ুন- হোটেল থেকে সেন্ট পিটার্স স্কোয়ার হেঁটে গেলেন মুখ্যমন্ত্রী, বাংলা গানে মুখরিত রোমের রাস্তা!

মূলত গাড়ি শিল্প, উত্‍পাদন ও আধুনিক প্রযুক্তির কোম্পানিগুলিকে লগ্নিতে আহ্বান জানানো হবে।

ভারতের প্রায় ৫০০টি কোম্পানি জার্মানিতে চামড়ার জিনিস রফতানি করে।

জার্মান সংস্থাগুলি যাতে পশ্চিমবঙ্গ থেকে চামড়ার জিনিস বেশি আমদানি করে তার আহ্বান জানানো হবে।

রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণের সম্ভাবনার কথাও জার্মানির কোম্পানিগুলির কাছে তুলে ধরা হবে।

সরকারে স্থায়িত্ব, পরিকাঠামো, দক্ষ মানব সম্পদ, প্রশাসনিক স্বচ্ছতাকে লগ্নির ইতিবাচক ক্ষেত্র হিসেবে তুলে ধরা হবে।

ল্যান্ডব্যাঙ্ক থাকায় লগ্নিতে যে জমি সমস্যা হবে না। জার্মান শিল্পপতিদের এমন আশ্বাসও দেবেন অর্থমন্ত্রী

জার্মানির মাঝারি উত্‍পাদন কোম্পানিগুলিকেও এরাজ্যে লগ্নি আহ্বান জানানো হবে।

শিল্পলগ্নিতে রাজ্যের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে অর্থমন্ত্রী সঙ্গে জার্মানি যাচ্ছেন ২৯জন শিল্পপতি। তার মধ্যে উল্লেখযোগ্য নামগুলি হল,

রাজ্যসভার সাংসদ ড. সুভাষ চন্দ্র
--------
অম্বুজা নেওটিয়া গ্রুপের হর্ষ নেওটিয়া
---------
আর পি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের সঞ্জীব গোয়েঙ্কা
--------
কেভেন্টার অ্যাগ্রো লিমিটেডের মায়াঙ্ক জালান
---------
চ্যাটার্জি গ্রুপের পূর্ণেন্দু চ্যাটার্জি
---------
বন্ধন ব্যাঙ্কের এম ডি চন্দ্রশেখর ঘোষ

.