ডেটে গেলেন, সেক্স করলেন না! মহিলার দাবি, “নষ্ট হল ২ ঘণ্টা”

আলাপ পরিচয়ের পর্ব সারার পর স্থির হল একদিন দেখা করবেন। সেইমত স্থির হল দিনক্ষণ। দেখাও হল। কথা-গল্পও হল। কিন্তু, ওই পর্যন্তই। তারপর আর এগোলেন না পুরুষ বন্ধুটি। আর তাতেই বেজায় চটেছেন ওই মহিলা। তাঁর দাবি, “ডেটে গেলেন, কিন্তু সেক্স করলেন না! এতে তাঁর ২ ঘণ্টা সময় নষ্ট হল।”

Updated By: Apr 23, 2016, 09:55 PM IST
ডেটে গেলেন, সেক্স করলেন না! মহিলার দাবি, “নষ্ট হল ২ ঘণ্টা”

ওয়েব ডেস্ক : আলাপ পরিচয়ের পর্ব সারার পর স্থির হল একদিন দেখা করবেন। সেইমত স্থির হল দিনক্ষণ। দেখাও হল। কথা-গল্পও হল। কিন্তু, ওই পর্যন্তই। তারপর আর এগোলেন না পুরুষ বন্ধুটি। আর তাতেই বেজায় চটেছেন ওই মহিলা। তাঁর দাবি, “ডেটে গেলেন, কিন্তু সেক্স করলেন না! এতে তাঁর ২ ঘণ্টা সময় নষ্ট হল।”

অভিমানী মহিলার মেসেজে এরপর ইনবক্স ভর্তি হয়ে যায় ওই পুরুষ বন্ধুটির। এমনকী, তিনি সমকামী কিনা মেসেজে তাও জিজ্ঞাসা করেন ওই মহিলা। প্রশ্ন করেন, তাঁর খামতি কোথায় ছিল? শেষমেশে কোনওমতে তাঁকে বুঝিতে ক্ষান্ত করেন তিনি।

.