close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

সিটে ঘুমাচ্ছেন স্ত্রী; বিমানে টানা ৬ ঘণ্টা দাঁড়িয়ে রইলেন স্বামী, ইন্টারনেটে ভাইরাল সেই ছবি

ইতিমধ্যেই ছবিটি রিট্যুইট করেছেন ৩০০০ জন। ১৫০০০ লাইক পড়েছে

Updated: Sep 10, 2019, 11:36 AM IST
সিটে ঘুমাচ্ছেন স্ত্রী; বিমানে টানা ৬ ঘণ্টা দাঁড়িয়ে রইলেন স্বামী, ইন্টারনেটে ভাইরাল সেই ছবি

নিজস্ব প্রতিবেদন: ভালোবাসা দেখাতে বহু স্বামী-স্ত্রীই একে অন্যের জন্য অনেককিছু ত্যাগ করেন। স্ত্রীর আরামের জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা! নেট দুনিয়াই ভাইরাল হল সেই ছবি।

আরও পড়ুন-পরিবার নিতে অস্বীকার করায় দেহ রয়েছে মর্গেই, নানুরে নিহত বিজেপি কর্মীর বাড়িতে নোটিস লাগাল পুলিস

স্ত্রীর জন্য বিমানে টানা ৬ ঘণ্টা দাঁড়িয়ে রইলেন স্বামী। বিমানের থ্রি সিটারে ঘুমাচ্ছেন স্ত্রী, আর বিমানে যাত্রী আসনের দুই সারির মাঝে দাঁড়িয়ে রইলেন স্বামী। ছবিটি ইন্টারনেটে শেয়ার করেছেন কোর্টনি লি জনসন নামে এক যাত্রী।

শেয়ার করার পরই ভাইরাল হয়েছে ছবিটি। ইতিমধ্যেই ছবিটি রিট্যুইট করেছেন ৩০০০ জন। ১৫০০০ লাইক পড়েছে। অনেকেই স্বামীর এই কাজের প্রসংশা করেছেন। অনেকে আবারা মহিলাকে গালমন্দও করতে ছাড়েননি। অনেকে আবার প্রশ্ন তুলেছেন ছবিটির বিশ্বাসযোগ্যতা নিয়েও।

আরও পড়ুন-পাকিস্তান থেকে পালিয়ে ভারতে ইমরানের দলের প্রাক্তন বিধায়ক, রাজনৈতিক আশ্রয় চাইলেন বলদেব সিং

একজন লিখেছেন, একেই বলে ভালোবাসা। পাল্টা একজন লিখেছেন, ওটা কোনও ভালোবাসার ছবি নয়। এটা এক স্বার্থপর মহিলার ছবি। ও কি স্বামীর কাঁধে মাথা রেখে ঘুমাতে পারতো না?