'পিতার মৃত্যুর দুঃখ', চোখের জলে পিতৃ তর্পণ মারাদোনার!

দিয়েগোর দিল জিতে নিয়েছিল যে মানুষটা, সে আর নেই। মারা গিয়েছেন মারাদোনার 'দ্বিতীয় পিতা', কান্না থামছে না ফুটবলের রাজপুত্রের। ফিদেল কাস্ত্রোর মৃত্যু সংবাদ পেয়ে চোখে জোয়ার আর বুকে প্লাবন, বার বার প্রতধ্বনিত হচ্ছে একটাই শব্দ, 'নেই', 'নেই', 'ফিদেল নেই'। "আমার বাবার মৃত্যুতে যে শোক আমি পেয়েছিলাম, সেই দুঃখ যেন আবার আমাকে আঁকড়ে ধরল", ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে কাঁদো কাঁদো গলায় বললেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। আরও পড়ুন- ফিদেলের মৃত্যুতে 'খুশি' এই রাষ্ট্রপ্রধান 

Updated By: Nov 27, 2016, 01:09 PM IST
'পিতার মৃত্যুর দুঃখ', চোখের জলে পিতৃ তর্পণ মারাদোনার!

সৌরভ পাল: দিয়েগোর দিল জিতে নিয়েছিল যে মানুষটা, সে আর নেই। মারা গিয়েছেন মারাদোনার 'দ্বিতীয় পিতা', কান্না থামছে না ফুটবলের রাজপুত্রের। ফিদেল কাস্ত্রোর মৃত্যু সংবাদ পেয়ে চোখে জোয়ার আর বুকে প্লাবন, বার বার প্রতধ্বনিত হচ্ছে একটাই শব্দ, 'নেই', 'নেই', 'ফিদেল নেই'। "আমার বাবার মৃত্যুতে যে শোক আমি পেয়েছিলাম, সেই দুঃখ যেন আবার আমাকে আঁকড়ে ধরল", ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে কাঁদো কাঁদো গলায় বললেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। আরও পড়ুন- ফিদেলের মৃত্যুতে 'খুশি' এই রাষ্ট্রপ্রধান 

 

"আর্জেন্টিনার প্রতিটি হাসাপাতালের দরজা আমার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। ডাক্তাররা চাননি আমার মৃত্যু হোক তাদের হাতে। একমাত্র কিউবা আমাকে বাঁচিয়ে দিল", স্মৃতির শরণী বেয়ে হাঁটতে হাঁটতে বললেন মারাদোনা। একথা আর কারোর অজানা নেই, মারাদানোর মৃত্যুসজ্জা থেকে হাত বাড়িয়ে তাঁকে জীবন ফিরিয়ে দিয়েছিলেন ফিদেল কাস্ত্রোই। আর জীবন ফিরে পাওয়া মারাদোনাও যে ফিদেলের পুত্রসম হয়ে গিয়েছিলেন একথাও বিশ্ব জানে। তাই তো ফিদেলের মৃত্যুতে মারাদোনা বলেছেন, "পিতার মৃত্যুর শোক" অনুভব করেছেন। আর চোখের জলে যেন সেই পিতৃতর্পণই করছেন শ্রদ্ধাবনত সন্তান। আরও পড়ুন- ফিদেলের মৃত্যুতে এই দেশ মাতল উল্লাসে, রাস্তায় হল বিয়ার পার্টি 

.