ইরাকে ফের বিস্ফোরণ, বাড়ছে পুলিসকর্মীদের ওপর হামলা

ইরাকে পশ্চিম বাগদাদে বিস্ফোরণে ৭ জনের মৃত্যু হয়েছে। খোলা বাজারে শনিবার বিস্ফোরোণের ঘটনাটি ঘটে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, এ দিন আবু গারাইবে আরও একটি বিস্ফোরণে ৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১২ জন।

Updated By: Jun 29, 2013, 07:11 PM IST

ইরাকে পশ্চিম বাগদাদে বিস্ফোরণে ৭ জনের মৃত্যু হয়েছে। খোলা বাজারে শনিবার বিস্ফোরোণের ঘটনাটি ঘটে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, এ দিন আবু গারাইবে আরও একটি বিস্ফোরণে ৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১২ জন।
পশ্চিম বাগদাদের প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়ে এক পুলিস কর্মীকে হত্যা করা হয়। বাগদাদের বিভিন্ন জায়গায় হত্যা ও বিস্ফোরণের কথা স্বীকার করে নিয়েছে সে দেশের সরকার। গতকালও ইরাকে ধারাবাহিক আক্রমণের ঘটনা ঘটে, যাতে ১৯ জনের মৃত্যু হয়। বেশকিছু দিন ধরে ইরাকে পুলিসকর্মীদের উপর যে হামলার ঘটনা বাড়ছে তা স্বীকার করে নিয়েছে প্রশাসনিক আধিকারিকরা।

.