মেক্সিকোয় বাজি-বাজারে ভয়াবহ বিস্ফোরণ, এখনও পর্যন্ত মৃত ২৯, আহত প্রায় ৭০
মেক্সিকোয় বাজি-বাজারে ভয়াবহ বিস্ফোরণ। এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে কমপক্ষে ২৯ জনের। আহতের সংখ্যা প্রায় ৭০। দিনের বেলাতেই আকাশে রামধনুর মতো, আলো ঝলমলে ছটা সুখের হয়নি শহরের জন্য। সামনে ক্রিসমাস, নিউ ইয়ার। ছুটির আমেজ। পার্টির পরিবেশ। উত্সবে-আনন্দে মেতে উঠতে, শহরতলিতে বাজি বাজারে ভিড় করেন বহু মানুষ। মেক্সিকো শহরে সবচেয়ে বড় বাজির বাজার এটি। হঠাত্ করে, বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। এরপর যেন আর বিরাম নেই। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের।
ওয়েব ডেস্ক: মেক্সিকোয় বাজি-বাজারে ভয়াবহ বিস্ফোরণ। এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে কমপক্ষে ২৯ জনের। আহতের সংখ্যা প্রায় ৭০। দিনের বেলাতেই আকাশে রামধনুর মতো, আলো ঝলমলে ছটা সুখের হয়নি শহরের জন্য। সামনে ক্রিসমাস, নিউ ইয়ার। ছুটির আমেজ। পার্টির পরিবেশ। উত্সবে-আনন্দে মেতে উঠতে, শহরতলিতে বাজি বাজারে ভিড় করেন বহু মানুষ। মেক্সিকো শহরে সবচেয়ে বড় বাজির বাজার এটি। হঠাত্ করে, বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। এরপর যেন আর বিরাম নেই। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের।
আরও পড়ুন গুগলের আমেরিকার অফিসের কর্মীর বাবার এ কী অবস্থা!
আগুন আয়ত্ত্বে আনতে কালঘাম ছোটে দমকলের। প্রায় ঘণ্টাতিনেকের লাগাতার চেষ্টায় কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। বিশাল ক্ষতি হয়ে গিয়েছে। পুরো বাজারটাই শেষ। বক্তব্য প্রশাসনিক কর্তাদের। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। কাছাকাছি বেশ কিছু বাড়ি এবং গাড়িরও ক্ষতি হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে সেনা। যুদ্ধকালীন তত্পরতায় চলছে উদ্ধার-অভিযান। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েটো।
আরও পড়ুন জানেন কীভাবে আপনার ATM কার্ডটি ব্লক হয়ে যেতে পারে?